Awami League will lead the nation in future and also whatever - TopicsExpress



          

Awami League will lead the nation in future and also whatever happens Bangladesh Awami League will survive as its a party of mass. আওয়ামী লীগ এখন আর একটি রাজনৈতক প্লাটফর্ম নয়। এখন একটি রাজনৈতিক পার্টি। একটি গণভিত্তিক বড় পার্টি। এই পার্টিতে ভালো-মন্দ লোক, চোর, সাধু সব রকমের নেতাকর্মী-সমর্থক আছে। বঙ্গবন্ধুর আমলের আর্থ-সামাজিক অবস্থান এখন নেই। একটি চরিত্রহীন নব্যপুঁজিপতি শ্রেণী দেশে অসম্ভব ক্ষমতাশালী হয়ে উঠেছে। জঙ্গিবাদ, মৌলবাদ তাদের আশ্রিত। এমনকি বুদ্ধিজীবী শ্রেণীর একটা বড় অংশ আত্মবিক্রীত। বহির্বিশ্বে সমাজতন্ত্রী শিবিরটি নেই। বিশ্ব পুঁজিবাদ সর্বগ্রাসী এবং সর্বত্র তার আগ্রাসী ভূমিকা। এশিয়ায় গণতন্ত্রের সবচেয়ে বড় ঘাঁটি ভারতে সেক্যুলার শক্তির রাষ্ট্রক্ষমতা থেকে পতন ঘটেছে। তারপরও বাংলাদেশে শেখ হাসিনা ভয়ঙ্কর ঝড়ো বাতাসের মুখে গণতন্ত্রের নিবুনিবু বাতি আগলে আছেন। আওয়ামী লীগ তার নেতৃত্বে সব ত্রুটি-বিচ্যুতি, স্খলন-পতন সত্ত্বেও এখনও গণতন্ত্র ও সেক্যুলারিজমের ঘাঁটি আগলে আছে। এটা শুধু উপমহাদেশে নয়, সারা দক্ষিণ এশিয়ায় একুশ শতকের একটি বড় ঘটনা। আওয়ামী লীগ ৬৫ বছর বয়স পূর্ণ করেছে। হয়তো শতবর্ষেও পেঁৗছবে। বাঙালির জীবনধারায় আওয়ামী লীগ যেহেতু অভিন্ন প্রতিভূ ও প্রতিনিধি, সেহেতু আওয়ামী লীগের সামনে অতীতের মতো আরও হয়তো বিপর্যয় আছে, ধ্বংস নেই। বরং ধ্বংসের মুখেই আওয়ামী লীগ নতুন করে জেগে ওঠে। তার মধ্যে সংগ্রামী প্রেরণা দেখা দেয়। হাসিনা এখনও এই প্রেরণার উৎস। এখানেই তার নেতৃত্বের বৈশিষ্ট্য। ভাসানী থেকে শেখ হাসিনা_ আওয়ামী লীগের দীর্ঘ ৬৫ বছরের রাজনীতির চার অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ের ভিন্ন চরিত্র-বৈশিষ্ট্য আছে। কিন্তু তার মৌলিক নীতির কোনো পরিবর্তন হয়নি। এই নীতি বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ধরে রাখা। আওয়ামী লীগ তার এই নীতি ও বাঙালিত্ব নিয়ে আরও বহুকাল বেঁচে থাকবে এবং জাতিকে নেতৃত্ব দেবে।
Posted on: Sat, 30 Aug 2014 11:17:19 +0000

Trending Topics



iv class="stbody" style="min-height:30px;">
On the eve of Fathers Day I had to hear this song which reminds me

Recently Viewed Topics




© 2015