(♥ Awesome পোস্ট, পড়ে দেথার - TopicsExpress



          

(♥ Awesome পোস্ট, পড়ে দেথার অনুরোধ রইল ♥) তখন পরাশুনা করতাম। বান্ধবীদের একটার পর একটার বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের পরে ক্লাস করতে আসতো । কি যে ভালো লাগত বিবাহিত বান্ধবিদের দেখতে। নতুন নতুন জামা কাপড় , গয়না গাটি পড়ত আর আমাদেরকে নিয়ে ফাস্টফুড শপে খতে যেত ( বিলটা ওরাই দিত)। সব সময় শশুর বাড়ির কথা বলত। ওদের কত আনন্দ! ২ দিন পর পর শামিরসাথে ঘুরাঘুরি। বাসার কাজ নিয়ে কোন ঝামেলা নাই।শাশুরি কিছুই করতে দেয় না। বুয়া আছে ২/ ৩ টা । কি মজা!! আমি এমনিতে মধ্যবিত্ত ঘরের সন্তান। কত আবদার আমার অপূর্ণ আছে। এগুলোদেখে দেখে আমিও দিবা স্বপ্নে বিভোর থাকি। আহ! কবে যে বিয়েটা হবে??? বিয়ে হয়ে গেল! স্বামী একটা প্রাইভেট ফার্মে জব করে।একমাত্রছেলে সে। অনেক ভাল মানুষ ।বান্ধবীরা মজা করতে লাগল । নে এবার আর দিবাস্বপ্ন দেখতে হবেনা। আমি লজ্জায় মরি। শশুর বারিতে এলাম।একটা বুয়া। রান্নাবান্না আমার শাশুরি করে। বুঝলাম সংসার চালাতে হয় আমার স্বামীকেই । আমার কোন অভিযোগ নেই। ওর বাবামাকে তো ওই দেখবে। আমি প্ল্যান করতে থাকি। কি করব, কোথায় হানিমুনে যাব , কি কি শপিংকরব? স্বামীর ২সপ্তাহের ছুটি শেষ হল। সে কাজে ফিরে গেল। নানান দাওয়াত , এর বাসা ওর বাসা করতে করতে হানিমুন হল না। প্ল্যান করলাম ওর অন্য কোন ছুটিতে যাব । আমিতো মদ্ধবিত্ত ঘরের মেয়ে। আস্তে আস্তে বুঝলাম আমার স্বামীর সংসার চালাতে অনেক কষ্ট হয়। সংসারটা তেমন বড় না। শশুর শাশুরি বয়স্ক মানুষ । অসুস্থ থাকেন প্রায়ই । তাদের চিকিৎসার খরচ আর মেডিকেলে পড়া বোনের খরচ দিতে সে হিমশিম খাচ্ছে। কি করব আমি সেই চিন্তায় অস্থির। মাসের খরচ বাচানর জন্য বুয়া বিদায় করলাম। শাশুরি আর আমি মিলে সব কাজ করি। অনেক বলে কয়ে একটা জব নিলাম। মাস শেষে শাশুরিকে যখন কিছু টাকাহাতে দেই তখন মনে হয় এর চেয়ে সুন্দর হাসি আমাকে আর কেউ উপহার দিতে পারবে না। একটা ফ্ল্যাট অথবা স্বামীর সখের একটা গাড়ির কথা চিন্তাই করি না। ছেলের একটা ছোট সাইকেল কিংবা মেয়েটার জন্য দামি একটা পুতুল কেনার কথা ভুলে যাই। কি হবে এসব দিয়ে। যেখানে মমতাময়ী শশুর শাশুরি আছেন, যেখানে বন্ধুর মত একজন স্বামী আছেন। আমি যে পৃথিবীর সবচেয়ে সুখি একজন মানুষ । তারপরও মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাড়িয়ে থেকেও দমবন্ধ হয়ে আসে। কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে " মদ্ধবিত্ত হওয়াটা এত কষ্টের কেন? " আবির
Posted on: Wed, 24 Jul 2013 04:06:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015