Awesome.... মিজের মত অসাধারন - TopicsExpress



          

Awesome.... মিজের মত অসাধারন স্কিলের রেসলারকে এখন মিড কার্ডে ফেলে রেখেছে কর্তৃপক্ষ। তার প্রতিভা বহুরূপী। আসুন তার কিছু ট্যালেন্ট সম্পর্কে জেনে নিই- ১. মিজের মাইক স্কিল অনেক প্রতিষ্ঠিত রেসলার দের থেকে ভাল।(মিজ নিজেও প্রতিষ্ঠিত) ২. মিজ কে নিয়ে তৈরি বেশ কিছু ট্যাগ টিম সফল হয়েছে। যেমন বিগ শোরও সাথে SHOWMIZ, R Truth এর সাথে AWESOME TRUTH আর বর্তমানে মিজডর সাথে। ৩. মিজের ফাইটিং স্কিল যথেষ্ট ভাল। এর প্রমাণ দেয়ার প্রয়োজন পরবে না। ৪. বরাবরি হিল হয়ে সাফল্য। ৫. নিজস্ব ভিন্নতা। তার এনট্রেন্স থেকে শুরু করে সবকিছুতেই অন্য কিছু খুঁজে পাই আমরা। মিজ ২০০৪ থেকেই WWE এর সাথে যুক্ত আছেন। WM এ Main Eventer হবার অভিজ্ঞতা আছে তার। অধিকাংশ ফিউডেই তাকে হারানোও হয়েছে। তবু ফিউডগুল চমৎকার ছিল। তিনি একজন হলিউড স্টার। ব্যাক্তিগত জীবনে তিনি হাসিখুশি, সরল মনের মানুষ। শেষ করছি তার একটি AWESOME ডায়লগ দিয়ে... He said it after winning after his first wrestlemania, I am 1-0, just 17 wins away from tying undertaker #cenatioNahid
Posted on: Fri, 31 Oct 2014 14:16:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015