BCB আজ যে সিদ্ধান্ত নিলো - TopicsExpress



          

BCB আজ যে সিদ্ধান্ত নিলো আমি কিছুতেই তা support করতে পারছি না...সাকিব বিশ্ব মানের ক্রিকেটার.. সাকিব বিশ্বের বড় বড় সব টুর্নামেন্টে খেলছে...এটা বাংলাদেশের জন্য বড় একটা প্রাপ্তি...সাকিব কি West Indies ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিল নাকি Honey moon করতে গিয়েছিলো পাপন সাহেব কি একটু বলবেন..? আমাদের next series তো ওইখানেই তাইনা... সাকিবের জন্যকি West Indies এ ম্যাচ খেলারচে Net Practice টা খুব বেশি জরুরী ছিল..? ডঃ মুহাম্মদ ইউনুছ নোভেল পাইছে এটা আমাদের ক্ষতি, সাকিব বড় বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে এটা আমাদের জন্য ক্ষতি...এদের জন্য আমরা খুব কঠোর নীতি দেখাচ্ছি...bcz এরা বিশ্বের বুকে বাংলাদেশের উজ্জল একটা পরিচিতি দিয়েছে...আর এটাই হচ্ছে তাদের বড় অন্যায়....হায়রে দেশ... বিঃ দ্রঃ পাপন সাহেব যারা আজ দেশটাকে তিলেতিলে ধ্বংস করে দিচ্ছে পারলে সেখানে নীতি দেখান, আর পারলে আপনি যে পুতুল খেলা নির্বাচনে অংশ নিয়ে MP হয়েছেন সেই পদ থেকে পদত্যাগ করে নীতি দেখান...তাহলে আমি আপনার পায়ে চুমু খাব........
Posted on: Mon, 07 Jul 2014 11:47:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015