BCS MP3 Preparation .::: বাংলাদেশের - TopicsExpress



          

BCS MP3 Preparation .::: বাংলাদেশের অবস্থান :::. * বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে? -২ টি। * বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? -৩২ টি? * ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? -৩০ টি। * মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে? -৩ টি (রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার)। * বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? -রাঙামাটি জেলা। * বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সীমান্ত নেই? -বান্দরবান ও কক্সবাজার। * বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই? -বরিশাল বিভাগ। * শুধুমাত্র বাংলাদেশের কোন বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে? -চট্টগ্রাম বিভাগ। * বাংলাদেশের কতটি জেলার সাথে সরাসরি সমুদ্র উপকুলে সংযোগ রয়েছে? -১২ টি। * বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কতটি? -১৫ টি। * ভারতের দখলকৃত পাদুয়া নামক স্থানটি বাংলাদেশের কোন জেলা সীমান্তে অবস্থিত? -সিলেট। * বিডিআর ও বিএসএফের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয় কোথায়? -রৌমারীতে (১৮ এপ্রিল ২০০১)। পরবর্তী পোষ্ট আপনার wall এ পেতে Like দিন অথবা Comment করুন ।
Posted on: Tue, 25 Nov 2014 07:12:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015