BCS SPECIALS ১. বাংলাদেশের - TopicsExpress



          

BCS SPECIALS ১. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোথায়? উত্তর : চট্টগ্রামে। ২. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর? উত্তর : কর্ণফুলী ৩. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে? উত্তর : ফেনী। ৪. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন? উত্তর : সমভাবাপন্ন। ৫. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? উত্তর : ২৬.০১ সেলসিয়াস। ৬. বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর : ২০৩ সেমি ৭. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর : সিলেট অঞ্চলে। ৮. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়? উত্তর : চার-পঞ্চমাংশ। ৯. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী? উত্তর : উত্তরাঞ্চল ১০. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত? উত্তর : ৪৭.৩০% ১১. বাংলাদেশে কত প্রকার পাট চাষ হয়? উত্তর : ২ প্রকার। ১২. বাংলাদেশের বনভূমির পরিমাণ কত? উত্তর : ১৩ ভাগ ১৩. শক্তির অন্যতম উৎস কী? উত্তর : কয়লা ১৪. আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? উত্তর : ২৩টি। ১৫. শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয় কোনটি? উত্তর : প্রাকৃতিক গ্যাস। ১৬. বর্তমানে কাগজের কল কয়টি আছে? উত্তর : ৬টি। ১৭. বোর্ড মিল ও নিউজপ্রিন্ট কারখানা কয়টি? উত্তর : ৪টি ও ১টি ১৮. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? উত্তর : চীনা ১৯. তিনি কত সালে বাংলাদেশে আসেন? উত্তর : সপ্তম শতাব্দী। ২০. তিনি বাংলাদেশকে কী বলেন? উত্তর : A seeping beauty emerging from mists & water. ২১. মিটারগেজ কী? উত্তর : ১ মি. প্রস্থ রেলপথ। ২২. ব্রডগেজ কী? উত্তর : ১.৬৮ মি. প্রস্থ রেলপথ। ২৩. বাংলাদেশে কয়টি রেলস্টেশন আছে? উত্তর : ৪৪০টি। ২৪. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি? উত্তর : ২টি ২৫. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি? উত্তর : ৫৭টি। ২৬. শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? উত্তর : টাইটান ২৭. সূর্য কি? উত্তর : নক্ষত্র ২৮. চাঁদ কী? উত্তর : উপগ্রহ ২৯. সিন্ধু নদীর গিরিখাতটি কত মি. গভীর? উত্তর : ৫১৮ মি. ৩০. গ্যান্ড কালিয়ান কী? উত্তর : গিরিখাত ৩১. এটি কত মি. বিস্তৃত? উত্তর : ১৩৭-১৫৭ মি. ৩২. এটি কত মি. গভীর? উত্তর : ২.৪ মি. ৩৩. জনসংখ্যা বণ্টনের প্রভাবক কয়ভাগে বিভক্ত? উত্তর : ২ ভাগে
Posted on: Wed, 26 Nov 2014 00:34:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015