BF r GF এর ঝগড়া গুলো যেমন হয় - TopicsExpress



          

BF r GF এর ঝগড়া গুলো যেমন হয় তারই বাস্তব দৃশ্য রাত — 12 টা + BF তার GF কে call,,, Result — waiting call,, কিছুহ্মন পর GF এর দেড় সেকেন্ডের লম্বা missed call BF এর আবার call Girl friend — Jan call দিসিলে,,,আমার বান্ধবী মাহি কে চিনো না ওর সাথে কথা বললাম। plz রাগ করে না,,, Boy friend — রাগ করেই আর কি হবে যা কথা বলার তা ত বলেই ফেলচ,,, Girl friend — তুমি আর আগের মত আমাকে ভালবাসো না। আমাকে একটু বিশ্বাস কর না।এত চেন্স হইলা কেমনে,,,, Boy friend — তোমাকে বিশ্বাস করি বলেই তোমাকে এত রাতে কথা বলতে দেখেও কিচুই বলি না, Girl friend — এই জন্যই ত আমি তোমাকে এত্ত এত্ত love করি,, আমার লহ্মী সোনা,,, Boy friend — আচ্চা এত রাতে কথা না বললে হয় না,,,?? Girl friend — বললাম না, আমি মাহি র সাথে কথা বললাম,, তুই আর আমাকে call দিবি না, তোর মত সন্দেহ বাজ পুলা আমার অনেক চেনা আচে Boy friend — তুই যে কত খারাপ আমিও জানি,, সারাদিন হাজার হাজার পুলার লগে ইটিশ পিটিশ করস,, ইত্যাদি ইত্যাদি,,,,, যাই হোক না কেন,,,??? অতপর — পরের দিন আবার তাদের রাত জেগে কথা বলা,,,, এমন ভালবাসাকে শ্রদ্ধা করা উচিত। কারণ— ভালবাসার মধ্যে ভুল বুঝাবুঝি হবেই। সামান্য একটু ভুল বুঝাবুঝি নিয়ে relation টা নষ্ট হয়ে যাক তা আমাদের কারো কাম্য নয়,,,
Posted on: Mon, 30 Jun 2014 07:57:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015