BNP Online Activist Desk report : এরশাদকে - TopicsExpress



          

BNP Online Activist Desk report : এরশাদকে অনৈক্যের বাঁশি না বাজাতে ইনুর আহ্বান ক্ষমতাসীন মহাজোটের ঐক্যের মধ্যে অনৈক্যের বাঁশি না বাজাতে শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের প্রতি আহ্বান জানিয়েছে আরেক শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে একটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান। ইনু বলেন, এইচএম এরশাদ যে কারণে মহাজোটে এসেছিলেন, সে কারণটা এখনও দূর হয়নি। জঙ্গীবাদ, যুদ্ধাপরাধ ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ এখনও তৈরি করতে পারিনি। এখনও বিপদ কাটেনি। ‘আমি এরশাদকে আহ্বান জানাবো- ঐক্যের ভেতরে থেকে অনৈক্যের বাঁশি বাজাবেন না। প্রধানমন্ত্রী জঙ্গীবাদ দমনে যুদ্ধাপরাধের বিচার ও সাজা কার্যকরের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন, তাতে সহযোগিতার হাত প্রসারিত করবেন’ যোগ করেন তিনি। প্রেসক্লাবে খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, ‘উনি (খালেদা) হুমকি দিচ্ছেন। বাংলাদেশে চোখ রাঙিয়ে কাজ হবে না।’ তিনি বলেন, এই মূহর্তে দেশ সমঝোতা চায়, সমাধান চায়। রাজনৈতিক পাগলামি চায় না। গায়ের জোরে বাংলাদেশে কিছু হবে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, কুষ্টিয়া সহকারি পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম, ভেড়ামারা উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। *abc*
Posted on: Fri, 15 Nov 2013 11:21:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015