BRAC Bank Limited ও bKash Limited দুইটাই - TopicsExpress



          

BRAC Bank Limited ও bKash Limited দুইটাই বাংলাদেশের মানুষের সাথে সমান তালে প্রতারনা চালিয়ে যাচ্ছে, বিকাশের সেন্ড মানি চার্জ প্রথমে ২ টাকা করে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি গ্রাহক বানিয়ে এখন গোপনে সেন্ড মানি চার্জ ৫ টাকা কাটতেছে বিগত ১ সপ্তাহ থেকে । পাশাপাশি ব্র্যাক ব্যাংকের কিছু দুর্নীতি দেখুন । BRAC Bank Limited এর সার্ভিস না থাকলেও আজাইরা সার্ভিস চার্জ আছে ! আমি ইতিমধ্য ব্র্যাক ব্যাংক ছেরে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি , শুধু এদের আজাইরা চার্জের জন্য । উনারা গাজীপুরের কোনাবাড়ীতে ব্রাঞ্চ করেছে অথচ তাদের কোন Atm Booth নাই অথচ মনের সুখে চার্জ কেটে নেয় Account এ টাকা থাকলে ! যখন অ্যাকাউন্ট করেছি ৬৯০ টাকা কেটে নেয়া হয়েছে ২০১৩ জানুয়ারিতে আবার চার্জ করা হয়েছে ২০১৩ জুলাইয়ে পুনরায় ৬৯০ টাকা কেটে নেয়া হয়েছে পাশাপাশি sms চার্জ ! আমার প্রশ্ন ১ বৎসরের কম সময়ে যদি ২০০০ টাকা চার্জ করা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যুক্তি সংগত ? বাংলাদেশের কতজন সাধারন মানুষ এই ব্যাংকে অ্যাকাউন্ট চালানোর যোগ্যতা রাখে ? অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় চেক বই দেয়া হলেও আমাদের কেন দেয়া হয়না , আপনাদের সুবিধার্থে যদি Atm Card দিবেন তবে আমাদের কেন গলাকাটা ৬৯০ টাকা চার্জ একসাথে কেটে নেয়া হবে ? Mahbub Piyal ভাইয়ের সাথে দুর্নীতির চিত্র একটু দেখেন আপনারা যারা ঘুম নিদ্রা বাদ দিয়ে , রাতের পর রাত জেগে থেকে অনেক কষ্টে কিছু টাঁকা পয়সা আয় করছেন তাদের জন্য বলছি , আপনাদের টাকার প্রতি শুঁকুনের চোখ লাগে কয়দিন পর পর , নিচের লিঙ্ক টা দেখেন মনোযোগ দিয়ে পুরো টা পড়েন , ব্রাক ব্যাংক গত ৩ বসরে ৭০০ ডলারের ও বেশি এক্সট্রা চার্জ করেছে আমার কাছ থেকে । যারা ব্রাক ব্যাংক ব্যাবহার করেন তারা এর তীব্র প্রতিবাদ করেন । আমাদের এই টাঁকা ফেরত না দিলে আমরা এই ব্যাংক আর ব্যাবহার করবোনা। যেহেতু অন্য ব্যাংক এই এক্সট্রা চার্জ কাটে না। facebook/BRACBANK/posts/10151767172999850
Posted on: Wed, 31 Jul 2013 09:12:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015