BREAKING: “সেহরীতে ডাকাডাকি - TopicsExpress



          

BREAKING: “সেহরীতে ডাকাডাকি করায় একদল হিন্দু যুবকের হাতে মসজিদের ইমাম খুন” মসজিদের মাইক্রোফনে সেহরীর সময় ডাকাডাকি করায়, ইমামকে প্রাণ দিতে হল একদল হিন্দু যুবকের হাতে। জানা গেছে সেহরীর সময় ডাকাডাকি করা হলে, মসজিদের পাশে অবস্থিত মন্দিরে অবস্থানকারীদের ঘুমের অসুবিধা হওয়ায় তারা এরূপ পৈশাচিক ঘটনা ঘটায়। গত ২১/০৭/২০১৩ তারিখে উত্তরখান থানার সামুরখানে ভোর রাতে ইমাম সাহেবকে ডেকে নিয়ে অনিল, মিখিলসহ আরও ৭-৮ জন নির্মম প্রহার করে। ইমাম সাহেবের অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন ২২/০৭/২০১৩ তারিখে, স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেবকে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, গত ৩১/০৭/২০১৩ তারিখ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার অন্তর্গত এলাচী গ্রামে। নাম- মাওলানা মোহাম্মাদ আখের আলী। তিনি ময়নারট্যাক গিয়াসউদ্দীন সরকার বাড়ি মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে স্থানীয় আওয়ামী প্রভাবশালী নেতাদের প্রচণ্ড চাপ ও ভয়ভীতি প্রদর্শণের কারণে মসজিদ কমিটি এবং এলাকার সাধারণ জনগণ মুখ খোলার সাহস পাচ্ছেন না। অন্যদিকে আওয়ামী প্রভাবশালী নেত অপরাধীরা ঘটনাটিকে ধামাচাপা দ জন্যে ইমাম সাহেবের নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে।
Posted on: Fri, 02 Aug 2013 16:18:53 +0000

Trending Topics



x;">
Black Friday @ Emjoi AY-5 Sin Dolor Epilator Where To Find
Today is the Anniversary of Hugh and Mary Comacks wedding in 1918
During an awesome SUNNY weekend of road and mountain biking we
I saw it everywhere and thought I knew it… But, then one day it
Brace yourselves for an experience of a lifetime that will

Recently Viewed Topics




© 2015