#BSAAG_Application Uni-Assist এর - TopicsExpress



          

#BSAAG_Application Uni-Assist এর মাধ্যমে জার্মানিতে আবেদনের প্রক্রিয়া - goo.gl/Zsv21R জার্মান ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তিপ্রক্রিয়া সহজ, নির্ভুল ও সহজলভ্যকরার উদ্দেশ্যে জার্মানির ৪১ টি ইউনিভার্সিটি নিয়ে ২০০৩ সালে Uni-assist নামে একটাএ্যাসোসিয়েশন গড়ে তোলা হয় । এই এ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে ইউনিভার্সিটিররিকুয়ারমেন্টস অনুসারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সব ডকুমেন্টস ইভালুয়েশন করা ।যেসব ইউনিভার্সিটি Uni-assist এর মাধ্যমে প্রসেস করে তারা Uni-assist থেকে গ্রীন সিগন্যালপাওয়ার পরই স্টুডেন্টদের এডমিশন লেটার ইস্যু করে । লেখকঃ মৃদুল রায় জার্মানিতে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন বিসাগের ফেসবুক ফোরামেঃ facebook/groups/bsaag.reloaded জার্মান ভাষা অনুশীলন এবং প্রশ্নোত্তের জন্য যোগ দিন ফেসবুকে বিসাগের জার্মান ভাষা শিক্ষা গ্রুপেঃ facebook/groups/deutsch.bsaag
Posted on: Fri, 19 Dec 2014 07:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015