Bandana you........(My ever most short story) Our marriage day is - TopicsExpress



          

Bandana you........(My ever most short story) Our marriage day is very near but seems....so long Yes me too dear After seven days........ My dear Raj, forgive me, my beautiful face which was inspiration of your poetry, has been damaged by an accident, I cant show this face to you, please marriage a lovely girl....your Bandana Next day answer of letter....... Dear Bandana, what a coincident, last night i have lost my eyes by an accident, now I am fully blind, if you dont look after me, nobody will...... They got marriage.......... After 32 years of marriage, Bandana become seriously ill and was going to die, her head lying on Rajs bosom Very slowly Bandana said, I am so lucky, give up my last breath on your bosom After so many years, Raj opens his black glass from eyes, tears running down by dropping and took place into Bandan’s face Do you can see? Said Bandana Yes, I can, only I loved you, not your face Bandana looks upon Raj, with eyes unwinking After some time.........tg বন্দনা তুমি......... আমাদের বিয়ের দিন এত কাছে তবু মনে হচ্ছে কত দিন আমারও তাই মনে হচ্ছেগো ...............সাত দিন পর প্রিয় রাজ , আমাকে ভুলে যাও, একটা এক্সিডেন্টএ আমার সুন্দর মুখ নষ্ট হয়ে গেছে তুমি যেই মুখ দেখে কবিতা লিখতে তা আর নেই, এই মুখ আর তোমাকে দেখাতে পারবো নাগো , তুমি কোন সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো, ইতি তোমার বন্দনা পরদিন চিঠির উত্তরে............ সোনা বন্দনা কি ভাগ্য দেখ আমারও গতকাল রাতে এক্সিডেন্টএ আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছি আমি, তুমি না দেখলে আর কেউ দেখবেনা বিয়ে হয়ে গেল.................. বত্রিশ বছর একসাথে কাটানোর পর বন্দনা মৃত্যু শয্যায়, রাজের কোলে মাথা বহু কষ্টে আসতে আসতে বলল আমি ভাগ্যবতীগো, তোমার কোলে আমার শেষ নিঃশ্বাস পড়বে রাজ এত বছর পর তার কাল চশমা খুলে ফেলল, টপ টপ করে চোখের জল বন্দনার গালে পড়ছিল, তুমি দেখতে পাও? বন্দনা বলল হ্যাঁ , পাই আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছি তোমার মুখ কে নয় বন্দনা রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল...... কিছুক্ষণ পর ............... ©টিজি
Posted on: Mon, 24 Mar 2014 15:35:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015