:::::Bcs special Tips:::::: 1. হোয়াংহো নদীর - TopicsExpress



          

:::::Bcs special Tips:::::: 1. হোয়াংহো নদীর শুরু স্থল কোথায়?? - কুয়েনলুন পর্বত 2. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?? - সিটিবিটি (CTBT) 3. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপধিতে ভূষিত করা হয়?? - ২ জন 4. ভাষা প্রকাশ বাংলা ব্যাকরন’ কে রচনা করেন?? - সুনিতিকুমার চট্টোপাধ্যয় 5. মুজিবনগর কোন তারিখে স্বাধীনতা ঘোষনা করা হয়েছিল?? - ১০ এপ্রিল ১৯৭১ 6. পোলিও টিকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম-? - La Zola 7. Maiden speech means-? - First speech 8. সমাস ভাষাকে কি করে? - সংক্ষেপ করে 9. রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ- ? - গোমরামুখো লোক 10. স্বাভাবিক আদর্শ পরিবেশে যে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো-? - ৪˚ সেন্ট্রিগ্রেট 11. He--- consciousness as a result of his head hitting the car’s dashboard? - Lost 12. Any one of the flowing pairs are literary collaborators-? - Shelley and Keats 13. My uncle has three son,.................. work in the same office? - All of whom 14. সমাস ভাষাকে কি করে? - সংক্ষেপ করে 15. গ্রীন হাউজ প্রতিক্রিয়া এ দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে-? - সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে ==>>#বি:দ্র: শিক্ষা বিষায়ক সব রকমের তথ্য পেতে, নিচের শিক্ষামুলক পেজটাতে সকলের লাইক কামনা♥ করছি। —Dalia Students Care Aid— —Dalia Students Care Aid— —Dalia Students Care Aid— —Dalia Students Care Aid—
Posted on: Fri, 18 Jul 2014 06:59:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015