Being John Malkovich (1999) পরিচালকঃ Spike Jonze - TopicsExpress



          

Being John Malkovich (1999) পরিচালকঃ Spike Jonze মাথায় কত চিন্তা আসে! ভালো চিন্তা-মন্দ চিন্তা, বাসী চিন্তা-তাজা চিন্তা! এসব চিন্তার বাড়ি কোথায়? আচ্ছা... এই ভাবনা গুলো কি আমরাই ভাবছি?... নাকি আমাদের দিয়ে ভাবানো হচ্ছে! মানুষ যদি একজনই হবে এতরকম চিন্তা কেন? প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বা কিভাবে দেই! ভালো যদি বাসিই তবে ছাড়াছাড়ি কেন? মনের গলি-ঘুপচির এত শাখা-প্রশাখা থাকতেই হবে কেন? আচ্ছা... জীবনটাই কি সব? অন্য কোনভাবে কি বাঁচা যায় না? এসব প্রশ্নের উত্তর মেলা কঠিন। তবে মার্টিন-ফ্লেমার বিল্ডিং-এর সাড়ে সাত তলায়(!) খোঁজ নিয়ে দেখা যেতে পারে। উত্তর পাওয়া না গেলেও কিছু ধারণা পাওয়া যাবে হয়তো! তবে সাবধান! ওখানে কিন্তু সোজা হয়ে দাঁড়ানো যায়না, কারণ ছাদ বুকের কাছে! Spike Jonze এর প্রতিটি মুভিই দর্শককে নতুন করে ভাবায়। এই মুভির উপাদানগুলো এতটাই মৌলিক যে লেখক ও পরিচালকের প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে। মুভির প্রভাব দেখা যায় অনেক বড় বড় নামকরা মুভিতে (যেমনঃ Eternal Sunshine of the Spotless Mind)। নিজের চরিত্রে John Malkovich এর অনবদ্য অভিনয় মুভিতে যোগ করে নতুন মাত্রা। মুভি শেষ হলেও দর্শকমনে অনেক কিছু রয়ে যায়, যে ব্যাপারগুলো অন্য কোন মুভিতে আর খুঁজে পাওয়া যায় না। আইএমডিবি রেটিংঃ ৭.৮/১০ [imdb.to/RpqURY] টম্যাটোমিটারঃ ৯৩% [bit.ly/1mEpi4I] মেটাস্কোরঃ ৯০/১০০ [bit.ly/1j5v47f] আমার মার্কিংঃ দশে সাড়ে নয়। ======================================== Posted By: M Yasser Arafat in সিনেমাখোর at May 08, 2014 at 10:45AM. [https://facebook/178392228859187/posts/767916336573437]
Posted on: Thu, 08 May 2014 04:52:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015