Biomedical engineering (BME) is the application of engineering - TopicsExpress



          

Biomedical engineering (BME) is the application of engineering principles and design concepts to medicine and biology for healthcare purposes (e.g. diagnostic or therapeutic). This field seeks to close the gap between engineering and medicine: It combines the design and problem solving skills of engineering with medical and biological sciences to advance health care treatment, including diagnosis, monitoring, and therapy. উপরের কথা গুলা আমার লেখা নয়, এগুলা সব আমি উইকিপিডিয়া থেকে কপি করছি। সবার মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি হঠাত করে ... নিয়ে কথা বলছি, সেটা বলার আগে একটু পিছনে ফিরে যেতে চাই। আমি 2K6 ব্যাচ, আমি কুয়েটে ভর্তি হওয়ার সময় ১ম পছন্দ ছিল EEE কারন তখন মোবাইল অপারেটর গুলা বেশ ভাল বেতন দিত EEE ডিগ্রিধাড়ী দের, সবাই তখন EEE পরতে চাইত। একজন ছাত্র ৪ বছর পর নিজের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পাকাপোক্ত করার জন্য সে আশে পাশের কিছু সফল প্রকৌশলীকে আদর্শ হিসবে ধরে নিয়ে নিজের লক্ষ ঠিক করে। মেকানিক্যাল এ ভর্তি হয়ে আমার কিছুদিন মন খারাপ ও ছিল EEE তে ভর্তি না হতে পারার জন্য!! আমি সবাইকে এই ধরনের বোকার মত চিন্তা করতে মানা করব। BME কারো ১ম পছন্দ হওয়ার কোন সম্ভাবনা আসে বলে মনে হয়না কারন এই বিষয় টা নিয়ে কারোর এ তেমন কোন ধারণা নেই। সাবজেক্ট চয়েস এ সবাই এটা পিছন দিকেই দিবে এবং অন্য কিছু না পেলে মন খারাপ করে এটাই পরা শুরু করবে এবং মনে মনে চিন্তা করবে ৪ বছর পর কই চাকরি পাবো??!! কিন্তু তারাই আসল ভাগ্যবান হবে অদূর ভবিষ্যতে। বাংলাদেশে আর কোন ইউনিভার্সিটি BSc তে BME অফার করে না এবং গবেষণার কিছু কাজ হয় ঢাবির অ্যাপ্লায়েড ফিজিক্‌স বিভাগে। ইউরোপ এবং আমেরিকায় লাইফ সায়েন্স নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে সেখানে জেনেটিক ইঞ্জিনিয়ার, বায়োকেমিস্ট দের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে BME গ্র্যাজুয়েটরা। প্রচুর EEE/ECE গ্র্যাজুয়েট MS অথবা Phd করছে BME রিলেটেড বিষয়ে, এটাই প্রমান করে উন্নত বিশ্বে BME চাহিদা। শুধুমাত্র আমেরিকা তেই প্রতি বছর ২৭% হারে BME চাহিদা বাড়ছে। প্রতিটা বিষয় এ ভাল করার অনেক সুযোগ আছে। ৪ বছর পর দেশে চাকরির বাজারের কথা চিন্তা না করে উচ্চশিক্ষার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলে তুমি নিজেই লাভবান হবা। BME সম্পর্কিত আরো তথ্য পেতেঃ en.wikipedia.org/wiki/Biomedical_engineering
Posted on: Tue, 04 Nov 2014 13:26:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015