Bolivia - Argentina 6-1 All Goals WC 2010 ডিয়ার - TopicsExpress



          

Bolivia - Argentina 6-1 All Goals WC 2010 ডিয়ার আর্জেন্টাইন হুলিগান্স। ভাইয়ারা এই ভিডিওটি শুধুমাত্র সেসব আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য যারা আর্জেন্টাইন সাপোর্টার কম, ব্রাজিল ঘৃনাকারক বেশী। দল্টির নাম দেখেন,যার কাছে থেকে বিশ্বকাপ ২০১০ সালে ৬ হুম ৬, ৬টি গোল হজম করেছিল। সেদিন মেসিও ছিলো। এই দলটি এবার কোয়ালিফাইই করতে পারেনি। ভাই দিন সবাত্র আসে। এক ৯ জুলাই পুরা ব্রাজিলের ইতিহাসকে জাজ ক্রএনা আবার ২০১০ সালের এই খেলা আর্জেন্টিনাকে জাজ করেনা। আপনি আর্জেন্টিনার সাপোর্টার হতে পারেন, কিন্তু অন্য টিমের সাপোর্টারদের হেয় করার একটা পর্যায় থাকা উচিত। আপনাদের আরো একটা ভালো জিনিস দেখলাম, আপনাদের ফাইনালে নিয়ে গেলো রোমেরো আর এখনো চিল্লান মেসি, মেসি... আরে ভাই নিজের দলের খেলোয়াড়কে ক্রেডিট দিতে পারেন না অন্যদের কি দিবেন। পরিশেষে আশা করি এবার ফাইনালে আর্জেন্টিনাই জিতবে। অন্তত মেসির জন্য জেতা উচিত।
Posted on: Thu, 10 Jul 2014 06:41:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015