By -- অতঃপর জাহিদ ২০০৪ - TopicsExpress



          

By -- অতঃপর জাহিদ ২০০৪ সালের S.S.C পরীক্ষায় ছেলেটি গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তারপর ভালো কলেজে চান্স পাবার জন্য ১ বছর গ্যাপ দেয়। কিন্তু বিধি বাম! চান্স হয়নি তবুও! ..নরমাল একটা কলেজ থেকেই H.S.C পরীক্ষা দেয় সে। নিজের মেধা আর শ্রমের ফল পায় সে। ফলাফল গোল্ডেন এ প্লাস। গরীব ঘরের সন্তান ছিল সে।অনার্স ফাইনাল ইয়ারে থাকা অবস্থায় বাবা মারা যায়। বড় ছেলে হিসেবে কাধে আসে পুরো পরিবারের দায়িত্ব। এতো ভালো রেজাল্ট নিয়েও একটা ভালো চাকুরী জোটে নি তার!! কারণ,পর্যাপ্ত লবিং এবং টাকা নেই তার। হতাশ হওয়ার পাত্র ছিল না ছেলেটি। বাড়ির পাশের পুকুরেই মাছ চাষ শুরু করে।এবং একই পুকুরে মাছ চাষ ও পোল্ট্রি ফার্ম করে সে। প্রথম কিস্তির লাভের টাকা দিয়েই একটি গরু কেনে সে। তারপর শুরু হয় দিন বদলের পালা। দুধ বিক্রি করে,মাছ চাষ করে এবং মুরগী বিক্রি করে নিজের অবস্থার পরিবর্তন ঘটায় সে। ছেলেটি আমার বাল্যবন্ধু কামাল। ছোটকাল থেকেই প্রচণ্ড মেধাবী এবং বুদ্ধিমান হিসেবেই চিনি তাকে। কিন্তু তার এ সাফল্যের আগাগোড়া শুনলাম আজই! তার এখন নিজস্ব মুরগীর খামার আছে ৬ টি। এলাকায় প্রায় ৮-৯ টি পুকুরে মাছ চাষ করে। এবং তার একটি গরুর খামার আছে যেখানে মোট গরু আছে ২৩ টি!! মাশাল্লাহ এখন সে প্রতি মাসে প্রায় ৪০-৫০ হাজার টাকা কামাই করে! ...সবসময় দোষ টা অন্যের কাধে চাপানোর আগে নিজেকে আবিস্কার করুন। একজন সফল উদ্যোক্তা হতে কারো সাহায্য লাগেনা বললেই চলে। অল্প থেকে শুরু করুন। শিক্ষিত হলেই যে চাকুরীজীবী হতে হবে এমন মানসিকতা থেকে বাইরে আসুন।নিজের কর্মসংস্থান নিজে তৈরি করুন। অন্য কারো ভরসায় বসে থাকবেন কেন? কোন কাজই ছোট না। কাজ কে সম্মান করুন। সফল একদিন হবেন ই। Success is not a destination,its a journey...
Posted on: Thu, 11 Sep 2014 12:07:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015