Charles Dickens [চার্লস ডিকেনস] [1812 - TopicsExpress



          

Charles Dickens [চার্লস ডিকেনস] [1812 – 1870] [Charles Dickens এর জনপ্রিয় উপন্যাসগুলো মনে রাখার শটকাট নিচে দেয়া ] চার্লস ডিকেনস, ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচাইতে প্রতিভাবান এবং জনপ্রিয় উপন্যাসিক। তার রচনাগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। নিম্নে তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলোর নাম সাল অনুযায়ী দেয়া হলো - • The Posthumous Papers of the Pickwick Club [1836-37] • The Adventures of Oliver Twist [1837 - 1839] [ দ্যা এডভেনচারস অব অলিভার টুইস্ট ] • The Old Curiosity Shop [1840 – 41] [দ্যা ওল্ড কিউরিসিটি সপ] • Dombey and Son • David Copperfield [1849 – 50] [ডেভিড কপারফিল্ড] • Bleak House • Hard Times: For These Times • A Tale of Two Cities [1859] “ আ টেইল অব টু সিটিস” এই উপন্যাসটি লিখা হয়েছে যে দুটি শহরের কাহিনি নিয়ে সেগুলোর নাম হচ্ছে লন্ডন এবং প্যারিস। • Great Expectations [1860 – 1861] “গ্রেট এক্সপেকটেশন” তার রচিত সবচাইতে জনপ্রিয় উপন্যাস। ইংরেজি সাহিত্য পড়েছেন এমন সকল ছাত্র-ছাত্রীই এই উপন্যাসটি পড়েছেন। কাহিনি এগিয়েছে ফিলিপ পিরিপ নামক উচ্চাভিলাসী একজন ব্যক্তিকে নিয়ে। তার ছোটবেলা, বড় হওয়া এবং হঠাৎ করে প্রচুর টাকার মালিক হওয়া এবং শেষ জীবনে কষ্ট করা এসব মিলিয়ে একটি অসাধারন উপন্যান এই “গ্রেট এক্সপেকটেশন”। • Our Mutual Friend Charles Dickens এর জনপ্রিয় উপন্যাসগুলো মনে রাখার উপায়। অলিভার টুইস্ট এবং ডেভিড কপারফিল্ড অত্যন্ত উচ্চ আকাক্ষা নিয়ে দুটি শহরের পুরাতন দোকানে ধরনা দিয়েও চার্লস ডিকেন্সকে খুজে পেল না। এখানে - অলিভার টুইস্ট = “The Adventures of Oliver Twist”. ডেভিড কপারফিল্ড = “David Copperfield”. অত্যন্ত উচ্চ আকাক্ষা = “Great Expectations”. দুটি শহরের = “A Tale of Two Cities”. পুরাতন দোকানে = “The Old Curiosity Shop”. চার্লস ডিকেন্সকে = Charles Dickens
Posted on: Sun, 28 Dec 2014 14:06:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015