CoLLeCTeD holeo amr name_er sthe mile gese! ! ! :P -এই - TopicsExpress



          

CoLLeCTeD holeo amr name_er sthe mile gese! ! ! :P -এই ছেলে! তুমি প্রত্যেক দিন poke করো কেন? -তুমি খুব সুন্দর তাই! -তার মানে সব সুন্দর মেয়েদের দেখে দেখে poke মারো? - সব ঢিলে কি আম পড়ে?? - মানে? -মানে সবাইতো আর আপনার মতো রিপ্লে দেয় না! কিংবা ফিরতি poke করেনা! -ok, fine. আই এম সরি, আজকে থেকে আপনিও আর আমাকে poke দিবেননা! -দিবনা, তবে তার আগে বলুন গোলাপী ড্রেসের প্রোফাইল পিকচার টা কি আপনার? -আমার প্রোফাইলে আর একজনের ছবি রাখতে যাব কেন!? -ও! তবে নীল রঙের শাড়ি পরলে আপনাকে আরোও খুব সুন্দর লাগতো! -সেটা আপনাকে বলতে হবেনা. ,..... এই কয়দিন রাহা একটু ব্যস্ত ছিলো, সেই জন্যে ফেসবুকে বসা হয়নি! তারপরও একটি বারও ছেলেটির কথা কেন জানি ভুলতে পারেনি! কয়দিন পরের কথা! আজকে #রাহা নীল রঙের শাড়ি পরেই ছবি উঠেছে! রাত নয়টায় সে তার প্রোফাইল এর পিকচার চেইঞ্জ করল! অনেকেই অনলাইনে দেখামাত্র হাই/হ্যালো বলল, poke করল,তার ছবিতে অনেকে লাইক আর কমেন্টও করল!। কিন্তু #সাদাফকে কোথাও দেখা গেলনা! কিন্তু রাহা আজকে সাদাফের poke/comment এর জন্য অপেক্ষা করবে, সেটা রাত তিনটা পর্যন্ত হলেও! লাগবে না তোর Hi ফিরিয়েদে আমার Hellow..... :-/
Posted on: Fri, 29 Aug 2014 13:42:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015