Confession ||5274|| রায়হান আহমেদ - TopicsExpress



          

Confession ||5274|| রায়হান আহমেদ (অপু) CSE Dept. এ পড়ে। সে খুবই ভাল আর সহজ সরল প্রকৃতির। মন খারাপ থাকলেও হাসে আর ভাল থাকলেও হাসে। তার মুখে একটা স্মিত হাসি লেগেই থাকে। এই স্মিত হাসিটার রহস্য কি আমি জানিনা। আর ইদানীং দেখি হাতঘড়ি পরা শুরু করছে :D। আর তার সানগ্লাস তো আছেই। যখন সে ঘড়ি আর সানগ্লাস পরে ঘুরে বেড়ায় তখন মন চায় আমি তার বাম হাতটা ধরি :/ I wish I could do it for once at least in my life...... :( :/ O.o আমি সবসময়ই তোমার পাশাপাশি থাকতে চাই, তোমাকে ভালবাসতে চাই। সামনে এসে বলতে পারবনা, আমি জানি হয়ত তুমি আমাকে খুঁজে নিবে। আর যদি আল্লাহ তোমাকে আমার জন্য রেখে থাকেন তাহলে তুমি একদিন না একদিন আমার কাছে আসবাই। Waiting for that day................ :) Admin (R) : ........................
Posted on: Tue, 06 Jan 2015 17:10:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015