Confession No #274 ►Crushs name : জানি না - TopicsExpress



          

Confession No #274 ►Crushs name : জানি না (শুধু এটুকু জানি যে বাসা চট্টগ্রাম) ►Crush department : পলিটিকাল সাইন্স (session 2014-15) ►My department : সমাজকল্যাণ ও গবেষণা ►Description: ৯ নভেম্বর । ভাইভা দেয়ার জন্য দাঁড়ায় আছি সমাজবিজ্ঞান অনুষদের ২য় তলায় । হঠাত তুমি এসে জিগ্যেস করলে আচ্ছা ভাইয়া এটা কি ভাইভার লাইন? । তোমার সেই কথাটায় যেন তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম । তারপর ভাইভার লাইনে দাঁড়িয়ে কি কি বলছিলে তুমি আর আমি শুনছিলাম । আচ্ছা তুমি এতো সুন্দর করে ক্যামনে হাসো? আচ্ছা তুমি কি সুন্দর হাসির ট্রেনিং নিয়েছো? সেদিন যখন তোমার নাম জিগ্যেস করবো ঠিক তখনই তোমার নিষ্ঠুর বাবা তোমাকে নিয়ে চলে গেলো । যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এই পোস্টে কমেন্ট করবে । ইতি তোমার ভালোবাসার সাগরের ডুবন্ত টাইটানিক ► Admins Rating : ★★(Good) ►Like__mention__comment__and Share, If you know him or her
Posted on: Sun, 07 Dec 2014 13:19:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015