Confession No #276 ►Crushs name : Tania Islam ►Crush - TopicsExpress



          

Confession No #276 ►Crushs name : Tania Islam ►Crush department : Geography and Environment (2013-2014) ►My department : Law ►Description: তুমি অজস্র পাপড়িঘেরা ‘ফুল’ কিনা জানি না। তুমি বাস্তবিক কোন অপ্সরী? চোখ দুটি টানা টানা? হয়তবা। দু’একবার দেখায় এতকিছু মনে থাকে বল! তোমাকে প্রথম দেখেছি জৈষ্ঠ্যের মধ্যদুপুরে। তোমার শুভ্র ললাটে একবিন্দু ঘামে সূর্যরশ্মি আমার হ্রদয়পটে এক অজানা অনুভূতির সৃষ্টি করেছিল। সত্যি বলছি তোমাকে প্রথম দেখাতেই ভালোবাসি নি। একবার, দুবার করে এরপর যতবার তোমার পানে তাকিয়েছি, তোমার গ্রীবা,চোখ আর মুখমন্ডলের মায়ায় নিজেকে বেধে ফেলেছি আমি। তোমার হাসিটা খুব সুন্দর, তুমি জানো? জানো হয়তো! তবে মুচকি হাসি, কখনো খুব শব্দ করে হেসো না প্লিজ।আরেকটা কথা, তোমাকে লাল জামাতে খুব মানায়।মনে হয় তুমি পরবে বলেই লালের সৃষ্টি। ফাযলামো নয়, সত্যি বলছি।এবার একটা কথা রাখবে? টিপ পরো না। তোমার কপালে টিপটা কেমন জানি যায় না। টিপহীন তুমিই বেশী সুন্দর। আরেকবারের কাহিনী বলি, ঘটনাটা তোমার বিভাগের গাছতলায়।এইবার ঐ শান্তনদীতে হঠাৎ ঝড়ের পূর্বাভাস, তোমার রুদ্রমূর্তি দেখলাম এবার।জানি না কেন জানি ঐ অগ্নীরূপ তোমাকে নতুন করে ভালোবাসেছি।নতুন করে আবিষ্কার করেছি তোমাকে। কিন্তু তোমার ঐ অগ্নীরুপের সামনে পড়তে চাই না আমি, মাফ চাই।আর মেয়ে শোন, তোমার হাঁটাটা আরেকটু সুন্দর করবে আর চলার সময় রাস্তায় আশেপাশে এত তাকাতাকি করবা না,বুঝছো? রাগ করলে? নাহ রাগ করে না প্লিজ। তোমাকে কাছে পাবার নিয়ত আকাঙ্ক্ষা আমার। হেলাল হাফিজের মত বলি,“একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙ্গাল, কতো হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো পরিণত প্রণয়ের উৎসব ছোব পথে এতোটুকু দেরিও করবোনা”। একবার ডাক দিয়েই দেখো, সত্যি এতটুকুও দেরী করবো না। এবার কিছু দেনা-পাওনার হিসেব করি। তোমার কাছে বেশী কিছু চাইব না-ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে হবে না, হতাশার কালো চাদরে মনসুর্যটা ঢেকে গেলেও আসতে বলব না, বিকেলের ফুলার রোডে হাত ধরে বসতে বলবো না। শুধু তোমার মন খারাপের সময়টুকু আমার চাই, সন্ধ্যার কোলাহলমুখর টিএসসিতে এককাপ গরম চায়ে একবার একটু ফু দিলেই চলবে।কোন এক শীতের কুয়াশাঘেরা শুভ্র সকালে ভেজা ঘাসে খোলা পায়ে তোমার হাতটি ধরে হাটতে চাই। আর যদি কখোনো ভুল করি গাল ধরে একটু শাসন করো(সবার সামনে না কিন্তু)।তোমার একটু বকাতেই সব ভুল ঠিক শুধরে নিবো দেখো। সবশেষে, আমি তোমাকে ভালোবাসি বলে এমন নয় তুমিও আমাকে ভালোবাসতে হবে। তবু চাইব তোমার স্নিদ্ধ পবিত্র ভালোবাসা তার সঠিক আশ্রয় খুঁজে পাক, সেটা আমি নাইবা হলাম। পৃথিবীর নিয়ত বিশুদ্ধতার ছায়া মাড়িয়ে তোমার সময়টুকু অনেক ভালো কাটুক। কিন্তু ভালোবাসা হল কল্পণার ফিনিক্সপাখির মত। কোন এক সন্ধ্যায় ভালোবাসার মৃত্যু হলে পরদিন সকালেই আবার জন্ম নিবে ভালোবাসা। তোমার একপৃথিবী ভালোবাসা পাওয়ার দাবি আমার অনন্তকাল থাকবে, একরাশ বিশুদ্ধ ভালোবাসা। ► Admins Rating : ★★★★★(Outstanding) ►Like__mention__comment__and Share, If you know him or her
Posted on: Mon, 08 Dec 2014 14:10:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015