Congratulations to #BUET from Jahangirnagar University - TopicsExpress



          

Congratulations to #BUET from Jahangirnagar University (Y) বুয়েটের সাফল্য: ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) 24th Aug 2014 Prothom-Alo #Jahangirnagar #JU #জাহাঙ্গীরনগর #জাবি #Bangladesh আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘এসিএম–আইসিপিসি’ ২০১৪-তে নিজেদের অবস্থান নতুন করে জানান দিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থী। এঁরা হলেন কম্পিউটার কৌশলের প্রসেনজিৎ বড়ুয়া, হাফিজউদ্দিন জেহাদ ও তড়িৎ কৌশলের প্রত্যয় মজুমদার। বিশ্বের ৯৪টি দেশের ১২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বুয়েট অর্জন করেছে ১৯তম স্থান। বিস্তারিত ফল: icpc.baylor.edu/worldfinals/results এই ঠিকানায়। এর আগে ২০০০ সালে বুয়েট ১১তম স্থান লাভ করেছিল। বুয়েটের তিন তরুণের দল [ম্যাক্স+৭]–এর অন্যতম সদস্য প্রসেনজিতের মতে, ‘এবারের প্রোগ্রামিং সমস্যাগুলো অন্যবারের তুলনায় ভিন্ন ধাঁচের ও বেশ কঠিন হয়েছিল। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল যে ভালো করব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’ অল্প কিছুদিনের মধ্যে গুগলে কাজ করতে যাচ্ছেন প্রত্যয় মজুমদার। তাঁর ভাষায়, ‘প্রোগ্রামিং প্রতিযোগিতার দুনিয়ায় সবচেয়ে মেধাবী প্রতিযোগী, প্রবলেম সেটারদের একসঙ্গে এক জায়গায় দেখতে পাওয়া, কথা বলার সুযোগ পাওয়া আসলেই অনেক সৌভাগ্যের ব্যাপার। এখান থেকেই অনেক কিছু শেখার আছে।’ যাঁদের প্রোগ্রামিংয়ে আগ্রহ আছে তাঁদের প্রতি জেহাদের পরামর্শ হলো, ‘শেখার জন্য বিভিন্ন প্রোগ্রামিং বই ছাড়াও ইন্টারনেটেই এখন অনেক তথ্য আছে। সেগুলো নিয়মিত অধ্যয়ন করা উচিত।’ দলের প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইফুর রহমান এবং রাশিয়ায় অনসাইট কোচ হিসেবে ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। এ ছাড়া সর্বদা দলের দেখভাল করেছেন গুগলে কর্মরত মাহবুবুল হাসান। দলের সাফল্য নিয়ে মোহাম্মদ কায়কোবাদ জানান, বুয়েটের পেছনে রয়েছে তথ্যপ্রযুক্তির নব্যশক্তি ভারতের নয়টি দল, যুক্তরাষ্ট্রের এমআইটি, স্ট্যানফোর্ড, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের একটি ছাড়া সব বিশ্ববিদ্যালয়ই আমাদের পেছনে। তাই এই সাফল্য বিশেষ গুরুত্বের দাবী রাখে।’ রাশিয়ার উরাল ফেডারেল ইউনিভার্সিটিতে ২২–২৬ জুন অনুষ্ঠিত এবারের আইসিপিসি প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বুয়েট ছাড়াও অংশগ্রহণ করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট আত্মপ্রত্যয়ী’। prothom-alo/education/article/298990/%E0%A6%AC%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF
Posted on: Sun, 24 Aug 2014 13:21:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015