Contact (1997) এইমাত্র দেখে শেষ - TopicsExpress



          

Contact (1997) এইমাত্র দেখে শেষ করলাম মুভিটা। কতজনে কত মুভিই সাজেস্ট করে। সব কি আর ভালো লাগে! বহুবার অন্যের সাজেস্ট করা মুভি দেখে শেষে মেজাজ খারাপ করে গালাগালি করাটা বাকি ছিলো। কখনো কখনো তা-ও থাকেনি :p আবার কখনো অনেক হাইরেটেড মুভিও ভালো লাগেনি কোনো কারণে। এই প্রথম কোনো মুভি দেখলাম যেটা কিনা একজন বিজ্ঞানীর প্রিয় মুভি। গত বছরের সবচে বেশি আলোড়ন সৃষ্টি করা (আমার কাছে) সাই-ফাই মুভি Intersteller দেখার পর এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে কিছু ব্লগ পোস্ট পড়ার সময়ে একটা ভিডিও পাই যেটা Neil DeGrasse Tyson (বর্তমান সময়ের সেরা বিজ্ঞান বক্তা, বিজ্ঞানী ও Cosmos রিমেক সিরিজের সঞ্চালক) এর Intersteller এর ব্যাপারে মতামত নিয়ে একটা সাক্ষাৎকার। সেখানেই তিনি বলেন এই মুভির নাম একাধারে তার প্রিয় মুভি ও বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে অন্যতম নির্ভুল (পড়ুন কম-ভুল) মুভি হিসেবে। Intersteller নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে পাওয়া মুভি, ওখানেও দেখি Matthew McConaughey. তাকে এত্তো স্মার্ট কোনো মুভিতে আমি দেখিনাই। মূল চরিত্র যদিও Jodie Foster, যাকে কি-না এই মুভি দেখার আগে কখনোই ভালো লাগেনি (কেন কে জানে!)। তবে এই মুভিতে এক মুহূর্তের জন্যও খারাপ লাগেনি। ১৯৯৭ এর মুভি হিসেবে হয়তো ভিজ্যুয়ালাইজেশন হয়তো সে মানের ছিলোনা, কিন্তু যতটা সম্ভব বিজ্ঞানসম্মত করেই দেখানোর চেষ্টা ছিলো এটা নিশ্চিত। শুরুর দৃশ্যটা ২০১৪ এর Cosmos সিরিজের কথা মনে করিয়ে দেয়। আর পুরোটা মুভি জুড়েই একাধিকবার Intersteller এর কথা মনে পড়ছে। সেই ওয়ার্মহোলযাত্রা, সেই ভিন্ন মাত্রায় বিচরন (দেখানোটা যদিও এক ছিলোনা), পৃথিবীর সময় থেকে ভিন্ন সময়ের অভিজ্ঞতা ... Intersteller যদি এটা থেকে একটুও অনুপ্রানীত না হয়ে থাকে তবে অবাক হবো। মুভির কিছু গুরুত্বপূর্ণ অংশে ছিলো বিজ্ঞান ও বিশ্বাসএর সংঘর্ষ, আর কোনো অংশে তাদের অভিন্নতার সুচারু উপস্থাপনা। কোনো স্পয়লার দিতে চাই না (যদি না ইতমধ্যেই দিয়ে থাকি), তা-ই কাহিণী নিয়ে আর কিছু বলতে চাই না। একটা ভালো সায়েন্স ফিকশন দেখার পর একটু অভিভূত থাকি তাই রেটিং না দেয়াটা শ্রেয়। তবে এই মুহূর্তে ৯.৫ সংখ্যাটাই মাথায় আসছে। IMDB link: imdb/title/tt0118884/
Posted on: Fri, 23 Jan 2015 19:32:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015