Copy from Murad vai প্রথমে মেগাবাইট - TopicsExpress



          

Copy from Murad vai প্রথমে মেগাবাইট কিনে নিন , 2.88 টাকায় 7 মেগাবাইট কিনতে ডায়াল করুন *500*80# , এবার ইউসি ব্রাউজার ওপেন করুন, জাভা ইউসির , মেনু>সেটিং>Network এ গিয়ে Web Site Prefence টা Mobile থেকে Desktop করে দিয়ে সেভ করে বেরিয়ে আসুন , আর সিম্বিয়ান ইউসিতে মেণু > সেটিং > প্রিফারেন্সে গিয়ে নেটোয়ার্কে যান , তার পর Default APN , GP Internet সিলেক্ট করে User AgenT web ua দিয়ে সেভ করুন , এবার প্রত্তেক ইউসি দিয়ে ফেসবুকে লগিন করুন , তারপর যে কোন সাইটে ঢুকে যে কোন ফাইল ডাউনলোড দিন , ডাউনলোড পেজ আসলে সেভ না দিয়ে Cloud Download এ দিন, এখানে লগিন করতে বলবে, Log In With/By Facebook এ ক্লিক করুন, লগিন হয়ে গেলে আপনাকে 6 জিবি (Permanent 2 G.B. আর টেম্পোরারী 4G.B.) অনলাইন স্টোরেজ দেবে , এখন ওই ফাইলটি ডাউনলোডের জন্য টেম্পোরারী স্পেস ইউজ করুন , কারণ 7 দিন পর পর এটা ফরমেট হয়ে যায়, আর আমাদের কাজ হতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, যাই হোক , এবার ফাইলটি ইউসি ডিক্সে ডাউনলোড হয়েছে কিনা, তা দেখতে My Files/Temp. Files ফোল্ডার চেক করুন (ইউসি ডিক্সের) , উপরের কাজটুকু সিম্বিয়ান ইউসি দিয়ে করলে সবচাইতে ভালো , তবে এবার জাভা ইউসি ইউজ করা লাগবে, 1মে ফেসবুকে একটি গ্রুপ খুলুন, এবার ইউসি দিয়ে এই Address এ যান ­ facebook/­ home.php এখানে আপনার তৈরি করা নতুন গ্রুপটা খুজে বের করে তাতে ঢুকুন, নিচের দিকে গিয়ে দেখুন Files লেখা আছে , ওখানে ক্লিক করুন (ভুলেও Add Files এ ক্লিক করবেননা) , এখান থেকে Upload File এ ক্লিক করুন ,এবার দেখবেন আপলোডের একটা বক্স এসেছে , ওখানে ক্লিক করলে 3টা অপশন পাবেন , 1মটা File Upload , 2য়টা Capture & Upload 3য়টা Upload From Uc disk এটায় ক্লিক করুন , পেজ লোড হলে Temp File Station এ ক্লিক করুন . ওখানে আগে আপলোড করা ফাইলটার নাম দেখতে পাবেন ,ওটায় ক্লিক করুন , এবার পেজ লোড হলে Save এ ক্লিক করুন , 3-4 সেকেন্ডের ভিতর ফাইল আপলোড হয়ে যাবে, এবার ইউসি এক্সিট দিয়ে অপেরা মিনি ওপেন করুন , m.facebook/ এ ঢুকে Groups এ যান , এবার নতুন গ্রুপটিতে ঢুকে Files এ ক্লিক করে আপলোড করা ফাইলটা সিলেক্ট করে ডাউনলোড শুরু করুন , 100% কাজ করবে , Config Setting For Opera Mini : Access Point Name : gpinternet Proxy : 141.0.11.241 Port : 80 এটা সম্পুর্ণ আমার নিজের করা ট্রিক , তবে এতে সাহায্য করেছেন , 1. Alamin CTG ( alaminctg.tk/ ) 2. Sudarshan Mandal ( Tipnet.tk/ ) 3. MD.Sagor ( Tipstune/ ) কেউ কপি করলে আমাকে মেনশন করবেন , ফেসবুক ছাড়া অন্য সাইটে প্রকাশ নিষেধ । আমাকে মেনশন করতে নিচের কোডটি কপি পেস্ট করুন + বাদে । @+[100001906716925:] সরকার মানিক বিশাল প্রেসিডেন্ট , ManikBD Soft & সিম্বিয়ান S60V2 (বাংলাদেশ) ™
Posted on: Sun, 10 Nov 2013 13:04:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015