Dear Ananta Cip আপনার মুভির - TopicsExpress



          

Dear Ananta Cip আপনার মুভির সমালোচনা করলে আপনার কাছে কেমন লাগবে তা জানি না... তাও সাহস নিয়ে করলাম ... কে জানে আপনি এই স্ট্যাটাস দেখবেন নাকি (যদিও আপনাকে ট্যাগ করা আছে...) আমি সমালোচক না ... কিন্তু সবার মত পিছে পিছে আজে বাজে কথা না বলে আপনার সামনেই সন্মানের সাথে আপনার কাজের সমালোচনা করছি ... বেয়াদবি হলে মাফ করবেন এই ভক্তের ১. আপনার মুভির কাহিনী ছোট ... মারামারি বেশি ... বলতে পারেন এইটা অ্যাকশন মুভি ... তাই এমন ... কিন্তু কাহিনী একটু বড় হলে ভাল হয় ... দর্শকদের থেকে টিকিট কয়টা কাটা হয়েছে এই হিসাব না করে কয়জন সিনামার শেষ পর্যন্ত বসে থেকেছে তার হিসাব গুরুত্বপূর্ণ ২. আপনার মুভি ভিডিও এফেক্টের শুরু করেছে বাংলাদেশের মুভিতে... অস্বীকার করবো না ... কিন্তু আপনার ভিডিও এফেক্টে অনেক ঘাটতি আছে...কোন জায়গায় কোনটা প্রয়োগ হবে সেইটার থেকে আপনি জোর দিয়েছেন প্রায় সব দৃশ্যতেই যেন গ্রাফিক্সের কাজ থাকে...এই ক্ষেত্রে অনেক গোলমেলে দেখা যায়...অনেক দৃশ্যতেই গ্রাফিক্সের কাজটা অনেকটা কার্টুনের মত লাগে... ৩. আপনার মুভির সাউন্ড এফেক্ট ভাল ... মন্দ না ... কিন্তু সাউন্ডের পরিমান অনেক বেশি যা অনেকেরই মাথা ধরিয়ে দেয় ... সমালোচনা শেষ ... এখন বলি আপনার মুভির ( Most Welcome 2 ) সেরা কাজ লেগেছে আমার একজন অটিস্টিক বাচ্চা কে দিয়ে অভিনয় করানো কে... স্যালুট আপনাকে :) আপনার কারনেই আজকে আমরা হল মুখি ... কেউ যায় আপনার নামে আজে বাজে বলতে আর কেউ যায় সমালোচনা করে আপনাকে ভুল ধরিয়ে দেবার জন্য আর কেউ যায় আসলেই এনজয় করতে ! কিন্তু হ্যাঁ ... আপনিই হল মুখি করেছেন সবাইকে (অপমানজনক কমেন্ট নিষিদ্ধ...সমালোচনা করতে চান ??? most welcome )
Posted on: Fri, 01 Aug 2014 14:46:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015