Dell Inspiron N5547 Core i5 4210U বাজারে - TopicsExpress



          

Dell Inspiron N5547 Core i5 4210U বাজারে পাওয়া যাচ্ছে Dell Inspiron N5547 Core i5 4210U এই ল্যাপটপটি যাতে বেশ ভালো ফিউচার রয়েছে। আসুন দেখে নেওয়া যাক এতে কি কি থাকছে। এর বিল্ট কোয়ালিটি বেশ ভালো। ডিজাইনও বেশ ভালো লেগেছে আমার কাছে। ডেল তার সলিড বিল্ট কোয়ালিটির সুনাম এতেও বজায় রেখেছে। এতে থাকছে 4th Gen Core i5 4210U Processor, 1.7GHz, 3M Cache. বেসিক টাস্ক, এক্সেল, ওয়ার্ড, এইচডি মুভি দেখা, ফোটোশপে কাজ ইত্যাদি বেশ ভালো ভাবেই করা যাবে। তবে একটা কথা বলে রাখা ভালো “U” মডেল এর প্রসেসর গুলোর স্পিড কিছুটা কম হয়। তবে অত চিন্তা করার তেমন কারণ নেই। একবারে খারাপ পারফরম্য্যান্স পাবেন না। এতে ব্যবহিত হয়েছে Mobile Intel 8 Series Chipset & Intel HD Graphics 4400 বিল্ট ইন রয়েছে। এর গ্রাফিক্স দিয়ে তেমন হাই এন্ড গেমস ভালো ভাবে খেলতে না পারলেও একবারে লো তে খেলতে পারবেন আশা করি। তবে এটি গেমিং ল্যাপটপ নয়। এছাড়াও এতে রয়েছে 6GB Dual Channel DIMM – 4GB+2GB DDR3 1600MHz Ram. এক্ষেত্রে বেশ ভালোই দিয়েছে ডেল বলতেই হবে। এছাড়াও পাবেন 1TB 5400RPM SATA Hybrid Hard Drive with 8GB Cache. এটির বৈশিষ্ট্য হল এতে হার্ড ডিস্কের স্পিড বাড়ানোর জন্য এতে 8GB Cache memory ব্যবহিত হয়েছে। যা আপনাকে খুব ভালো পারফরম্যান্স এনে দিবে। Full SSD মতন পারফরম্যান্স না পেলেও নরমাল হার্ড ডিস্ক থেকে বেশ ভালোই পারফরম্যান্স পাবেন। 15.6” LED Backlit Display কোয়ালিটি বেশ ভালোই বলতে হবে। এটিতে এইচডি মুভি বা ছবি দেখতে বেশ ভালো experience পাবেন। Viewing angle & Sunlight Visibility ও বেশ ভালো। এতে কোন ডিভিড রম থাকছে না। এতে Stero Speaker ব্যবহার করা হয়েছে যাতে রয়েছে Waves MaxxAudio 4 Processing Technology. এটি আপনাকে বেশ ভালো সাউন্ড উপহার দিবে। এর স্পিকার কোয়ালিটিও বেশ ভালো এবং জোরালো। এছাড়াও এতে থাকছে Bluetooth, 5GHz WIFI, HD Camera, LAN, Built In Microphone ইত্যাদি। এতে 3 Cell 43WHr Li-ion ব্যাটারি থাকছে যা ২ থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। তবে তা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর। HDMI Port, LAN Port, USB 3.0 (2), USB 2.0 (1), Card Reader Slot থাকছে। এটি ২ টি কালারে পাওয়া যাচ্ছে। নীল এবং সিলভার। নীল কালারের দাম ৪৯০০০ টাকা এবং সিলভার কালারের দাম ৫২০০০ টাকা। সাথে পাবেন ১ বছরের ওয়ারেন্টি।
Posted on: Mon, 10 Nov 2014 13:46:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015