Deposit এর Interest Rate কোমে জাওয়া তে - TopicsExpress



          

Deposit এর Interest Rate কোমে জাওয়া তে ভালো পরিমানে অর্থ শেয়ার বাজারে ঢুকছে। বিগত শেয়ার ধশের পরে ভালো কিছু শেয়ার এর মূল্য তাদের face value এর কাছা কাছি চলে এসেছে কিন্তু তাদের NAV & EPS অনেক ভালো। সুতরাং শেয়ার গুলোর স্বাভাবিক দর বৃদ্ধি পাচ্ছে এবং একটা লেবেল পর্যন্ত দর বৃদ্ধি পেতে থাকবে। তাছাড়া শেয়ার মার্কেট নিয়ে সরকারের সদ ইচ্ছার বহিপ্রকাশ পাওয়া যাচ্ছে তাদের বিনিয়োগ বান্ধব কার্যক্রম দেখে ......বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মার্কেট ভালো ভাবে মনিটরিং হচ্ছে। সুতরাং পেনিকবাজদের থেকে দূরে থাকুন...... ভালো শেয়ার এর সাথে থাকুন। নিশ্চয়ই আল্লাহ আমাদের হালাল উপার্জনে নেক বরকত দান করবেন। জাযাকা-আল্লাহ্‌ খায়ের
Posted on: Fri, 26 Sep 2014 18:36:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015