Discovery Channel এ একটা - TopicsExpress



          

Discovery Channel এ একটা অনুষ্ঠান দেখায় Man Vs Wild অনুষ্ঠানের শুরুতেই, তাকে আফ্রিকার জঙ্গলে ফেলে দেয়া হয় ... সে সেখান থেকে হাত্রে- হুত্রে বেঁচে ফেরত আসে ..আগে মজা লাগত, এখন হাসি পায়, তোরে যদি আফ্রিকার জঙ্গলে না ফেলে, বাংলাদেশে ফেলে দেয়া যেত... তখন বুঝা যেত, তুই আদতে কতো বড় সারভাইভাল এক্সপার্ট প্রথমেই তো মলম পার্টি: তোর লাগেজ উধাও করে ফেলবে তারপর ... ডাব পার্টি, তোরে ধুতুরা বিষ খাওয়ায়ে,পরনের কাপড় নিয়ে যাবে তারপর ... কিডনি পার্টি: বিস্কুট খাওয়ায়ে চেতনানাশ করে তোর ঘিলা কলিজা গুদ্দা সহ খুলে, সেগুলো তোর দেশেই এক্সপোর্ট করে দিবে তারপর ... ফকির পার্টি: তোরে লুলা বানায়ে হলিক্রস স্কুলের সামনে থালা ধরায়ে বসায়ে দিবে তারপর ... কঙ্কাল পার্টি: জীবিত অবস্থাতেই তোর কঙ্কাল বের করে, ইত্তেফাকের মোড়ে, মেডিক্যাল স্টুডেন্টদের কাছে বিক্রি করে দিবে তখন তোর কঙ্কাল ছাড়া বডি, কাঁথার মত পড়ে থাকবে হলিক্রস মোড়ে তারপর... ছাই পার্টি: তোরে কোলে করে সেখান থেকে উঠিয়ে নিয়ে, আগুনে পুড়ায়ে ছাই বানায়ে বিক্রি করবে বাংলাদেশের মানুষ is Boss তর বেইল নাই..................
Posted on: Wed, 09 Jul 2014 03:41:47 +0000

Trending Topics



:30px;">
Just a few thoughts to all the other renters out there. Michael

Recently Viewed Topics




© 2015