Dragon Air বাংলাদেশী যাত্রীদের - TopicsExpress



          

Dragon Air বাংলাদেশী যাত্রীদের হয়রানি করছে আমি Dragon Air (Cathay Pacific air) গত ০২ আগস্ট ২০১৩ ইং তারিখে বাংলাদেশ এ আসি hangzhou-hong kong-dhaka এবং আমার ফিরতি ফ্লাইট ছিল ১৩/০৯/২০১৩ ইং তারিখে dhaka-hong kong-hangzhou কিছু বাবসায়িক কারনে আমি আমার ফিরতি ফ্লাইট ১৩/০৯/২০১৩ এর বদলে ০৬/০৯/২০১৩ তারিখ পরিবর্তন করি Dragon Air (Cathay Pacific air) এর বাংলাদেশ অফিস থেকে গত ৪/০৯/২০১৩ তারিখে। আমি যখন আমার টিকেট এর ফিরতি তারিখ পরিবর্তন করি তখন তারা আমাকে জানায় আমাকে hong kong হয়ে যাওয়ার জন্য transit visa প্রয়োজন। আমি চায়নিস এম্বাসী তে যেয়ে তাদের বললে আমার china resident card দেখে বলে আমার transit visa র প্রয়োজন নাই এবং তারা আমাকে transit visa র ফর্ম চাইলে দেয় নাই। আমি ৬/০৯/২০১৩ তারিখে এয়ারপোর্ট এ যাওয়ার পর তারা {Dragon Air (Cathay Pacific air)} আমাকে ভ্রমন করতে দেয় নাই, কারন আমার hong kong transit visa নাই এইজন্য। আমি এয়ারপোর্টে একাধিক ছাত্র ছাত্রী দেখলাম যারা আমার ই মত ভ্রমন করতে পারছে না অথচ আমি গত ১১/৩/২০১৩ তারিখে আমি Dragon Air (Cathay Pacific air) dhaka-hongkong-hangzhou ভ্রমন করেছি transit visa ছাড়া। যদি hongkong transit visa ছাড়া ভ্রমন করা যাবে না তাহলে কেন Dragon Air (Cathay Pacific air) আমার এবং বাংলাদেশী দের কাছে তাদের টিকেট কেন বিক্রি করবে? এবং আমরা টিকেট কিনে ভ্রমন না করে ব্যবসায়িক ক্ষতির মুখে পরছি যা কখনই Dragon Air (Cathay Pacific air) এর কাছে কাম্ম্য নয়। এবং Dragon Air (Cathay Pacific air) বাংলাদেশ অফিস hongkong transit visa সার্ভিস দেয় বলে আমাকে তাদের কাছ থেকে transit visa নেয়ার কথা বলা হয় এবং আমি নেয় না বিধায় আমাকে ভ্রমন করতে দেয় না। Hongkong Transit law এর warning কলামে লেখা আছে চায়না এবং মাকাও এর জন্য transit visaর দরকার নাই। Dragon Air (Cathay Pacific air) বাংলাদেশি যাত্রী দের কে এইভাবে প্রতিদিন হয়রানি করছে, আমি একজন ভুক্তোভুগী হিসাবে Dragon Air (Cathay Pacific air) এর নামে যাত্রী হয়রানির মামলা করতে আপনার সহযোগিতা কামনা করছি। আমি আইনি সহয়তা চাচ্ছি আপনাদের কাছে, আমাকে সাহায্য করুন তাদের এই হঠকারিতার প্রতিকার পাওয়ার জন্য এবং বাংলাদেশি যাত্রি দের হয়রানি বন্ধ করার জন্য। চায়না প্রবাসী ভাই বোন যারা dragon air বা cathay pacific এ ভ্রমন করার কথা ভাবার আগে চিন্তা করে দেখবেন... পোস্ট টি শেয়ার করে বাংলাদেশি ভাই বোনদের কে অনাকাক্ষিত সমস্যা থেকে সাবধান করে দিবেন । -Rakibuzzaman Pall
Posted on: Sat, 07 Sep 2013 10:01:09 +0000

Trending Topics



ttext" style="margin-left:0px; min-height:30px;"> Senza Residence : Total 24 storey : 6 storey Car Park, 2

Recently Viewed Topics




© 2015