“Every man having been born free and master of himself, no one - TopicsExpress



          

“Every man having been born free and master of himself, no one else may under any pretext whatever subject him without his consent. To assert that the son of a slave is born a slave is to assert that he is not born a man.” ― Jean-Jacques Rousseau, The Social Contract মে দিবস প্রাচ্য দিবা ==== গলেপচে লেপ্টে মেশিনে পোশাকে ঘাম রক্তপুঁজ ভাঙ্গা কংকাল- মে দিবস আজ! মহানেরা উচ্চস্বর অধিকার বর্ণনা উজ্জ্বলতর অক্লান্ত; শ্রমজীবীদের অধিকার বাস্তবায়নে সবাই আন্তরিক- নেতা শিল্পমালিক সমিতি। সবার খাটখাটুনি শ্রম কি না, কে না বলার আছে; বোঝা যাচ্ছে না! চাপাপড়াদের ভাগ্যবান বলছে বেঁচে যাওয়া অনেকেই; স্বীকৃত কারখানাগুলোতে চলবে কি তবু অস্বীকৃত ঘাম-রক্ত-পুঁজ? মুক্তিযুদ্ধের স্বপ্নদর্শন-উদ্বুদ্ধ কারো কারো আন্তরিক প্রচেষ্টাও কি ব্যর্থ হবে ভাঙতে এ পুঁজির গোলকধাঁধা! সব শ্রমজীবী কোনোদিন কী বলবে না গৌরবে- আজ মে দিবস! আমরা উত্তরাধিকার মৃত্যুর বিনিময়ে যারা এনেছিলো অধিকার জীবন-জীবীকার! ------
Posted on: Thu, 01 May 2014 05:37:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015