Fashion Design & Merchandising - TopicsExpress



          

Fashion Design & Merchandising ===================================== আধুনিক ,স্মাট তরূণ-তরূণীদের জন্য একটি ভালো পেশা । দেশের প্রতিটি Factory or Buying-এ দরকার কাজ জানা দক্ষ লোক।আপনি যদি নিজেকে ও দেশকে ভালোবাসেন তাহলে কারো প্ররোচনায় বি...ভ্রান্ত হয়ে রাস্ত-ঘাটে আপনার মূল্যবান সময় নষ্ঠ না করে কাজ শিখুন, কাজ করূন। মনে রাখবেন আপনার প্রিয়জন,প্রিয় মাতৃভূমি আপনার সফলতার পানে চেয়ে আছে। কেন পোশাক শিল্প... ? ---------------------- প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশের সবচেয়ে সম্ভাবনাময় কাজের জায়গা পোশাক শিল্প। এ পোশাক শিল্পে প্রবেশ করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারেন।দেশের স্বাধীনতাকে বিশ্বে সবার উপরে তুলে ধরতে পারেন। মনে রাখা দরকার পৃথিবীতে গোরীবদের স্বাধীনতা সবসময়ই দূর্বল।বিটিশরা দীর্ঘ ৩০০ বছর আমাদের শাসন করেছে আমাদের পূর্বপুষদের হত্যা নির্যাতন করেছে তার পরেও তাদের বিচার করতে পানর নাই । ফাঁসি চাইতে পারি নাই। আমেরা আমাদের স্বাধীনতার বিরূদ্ধে কাজ করে গেলেও আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় তাদের ক্রিপা পাওয়ার জন্য দেশের রাজনীতিকরা মরিয়া হয়ে আছে। এর পিছনে একটাই কারণ শত্রুর থেকে আমরা দরিদ্য আছি বলে। কে এ পেশায় আসার যোগ্য ? ---------------------------- MBA/MA/BBA/BA/BSS/BSC অথবা HSC পাশ যে কোন ছেলে/মেয়ে এ পেশায় আসতে পারে। এ পেশায় সন্মান ও আয় সব আছে । ভালো Company তে চাকরি করলে মাসে ন্যূনতম 20000 - 30000 হাজার টাকা আয় সহ আরও সুযোগ সুবিধা রয়েছে। বেশি Experince যাদের,তাদের আয় বা বেতন তত বেশি। অনেকে 5০,000 - 80,000 হাজার টাকা বেতন পান। আপনাকে কি করতে হবে? -------------------------- --- দরকার কাজ জানা । কাজ জানলে আপনার আর পিছনে তাকাতে হবেনা। কাজ জানা মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মত মুখস্ত বিদ্যানয়। আপনাকে হাতে কলমে বিষয় গুলো শিখতে হবে পারতে হবে।বাঁকিটা কর্মদক্ষতা দিয়ে নিজেকে তৈরী করতে পারেন। এ বিষয়ে Dhaka Apparel Institute ১৯৯৩ সাল থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ শিক্ষার্থীদের training দিয়ে আসছে। কোখন কোর্স শুরু হয়? ------------------------ প্রতি মাসের শুরু তে নতুন Batch এ ছাত্র ছাত্রী ভর্তী করা হয়। কোর্স সমূহ ------------ Long Course :two years & One Years. ShortCourse:Six & Four Month. Long Course Fee-80,000/taka for two years,40,000/for one year. Short:20,00/taka for 6 month &16,000/taka. Admission fee only-6000 taka. Campus Address:25,Chamilibag 3rd floor,Permanent Campus, Shantinagaor,Dhaka-1217 . Contact for details: 880-02-9337116,088- 02--01913474259. daift_1993@yahoo For Details Search Google/Face Book/ page daift.merchandisingbd আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজেকে এবং দেশকে এগিয়ে নিন
Posted on: Thu, 22 Aug 2013 11:01:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015