Film Review ::::::: HAIDER Story : ডঃ হিলাল - TopicsExpress



          

Film Review ::::::: HAIDER Story : ডঃ হিলাল মীরকে আর্মিরা বন্দী করেছে কারণ সে তার বাসায় কিছু শন্ত্রাসকে আশ্রয় দিয়েছে তাদের চিকিত্‍সা করার উদ্দেশ্যে। তার ছেলে হায়দার মীর (শহীদ কাপুর) এই খবর পেয়ে আলিগর (যেখানে সে পড়াশোনা করত) থেকে ছুটে আসে। হায়দার অত্যন্ত আহত হয় যখন জানতে পারে তার বাবা আর নেই এবং তার আপন চাচা খুরাম মীরই (কেকে মেনন) তার বাবার হত্যার জন্য দায়ী। শুধু এটুকুই নয়, হায়দারের মা গজলা মীর তার চাচা খুরাম মীরের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে। খুরাম মীর কি সত্যিই তার ভাইকে মেরেছে? এতে কি হায়দারের মায়েরও সম্পৃক্ততা আছে? নাকি হায়দার ভুল তথ্য পেয়েছে? হায়দার কি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে? এসব প্রশ্নের উত্তর ক্লাইম্যাক্সে পাবেন। Script Discussion : এই ছবির গল্প শেকস্পিয়ারের হ্যামলেট থেকে তুলে কাশমিরের আবহাওয়ায় তৈরি করা হয়েছে। কাশমিরের রাজনৈতিক অধ্যায়ও ছবিতে ফুটে উঠেছে। বশরত পীরের চিত্রনাট্য অনেক ধীরগতিতে আগায়। এই ব্যাপারটি class অডিয়েন্সদের পছন্দ হলেও, mass অডিয়েন্সরা খুবই বোর হবে এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে তাদের। mass দের জন্য প্রথমার্ধ খুবই ধীর এবং বোরিং, কিন্তু ইন্টারভালের আগ মুহুর্তে যখন রুহদার পর্দায় আসে ঐ দৃশ্য থেকে ছবির গতিবেগ বৃদ্ধি পায়। হায়দার যখন জানতে পারে যে তার মা ও চাচা সম্পর্কে আছে তখন তার মানসিক অস্থিরতা, এই দৃশ্যগুলো class রা বেশ পছন্দ করবেন। class রা গল্পের ভিন্নধর্মীয়তাকে পছন্দ করলেও mass রা খুব একটা গিলতে পারবেন না। mass দের মনে এই প্রশ্ন জাগে যে গজলা কি তার স্বামীর হত্যাকান্ডে জড়িত ছিল কিনা, যদি থাকে তবে কি নিজ দেবরের সাথে প্রেম সম্পর্কের কারণেই কি তিনি এসব করল? এসব প্রশ্নের উত্তর কোথাও মেলে না। class রা লেখকদের এসব সংক্ষিপ্ত কাজ পছন্দ করলেও mass দের এটা গায়ে বিধবে। আবার কিছু কিছু দৃশ্যের ঢিলে ঢালা ফিনিশিং mass দের কাছে অসম্পূর্ণ লাগবে, কারণ তারা মূলত এসব ছবি দেখে অভ্যস্থ যেখানে সব কিছু স্বচ্ছ এবং পরিস্কার। বিশাল ভার্দোয়াজের সংলাপ প্রভাবশালী এবং বাস্তবধর্মী। Performance : হায়দার মীরের চরিত্রে শহীদ কাপুর চমত্‍কার কাজ করেছেন। তিনি অভিনয়ের মানদন্ডে প্রশংসার দাবীদার। তার প্রেমিকার অর্শিয়ার চরিত্রে শ্রদ্ধা কাপুর ভালোই কাজ করেছেন, কিন্তু তিনি কাজ করার সুযোগ খুব একটা পাননি। টাবুর অভিনয় স্মরণীয়। তার ডায়লোগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ, চেহারার এক্সপ্রেশন সব বাস্তবিক। আর কেকে মেননও ভালো অভিনয় করেছেন। Technical aspects : বিশাল ভার্দোয়াজের পরিচালনা প্রভাবশালী। তবে এটিও বলতে হবে যে তার বর্ণনার ধরন class অডিয়েন্সদেরই পছন্দ হবে। বিশাল ভার্দোয়াজের গান ঠিকঠাক আছে, তবে একটা গানও হিট হয়নি। বিসমিল আর খুল কাভি তো গান দুটি চলে কোনো মতে। লিরিক্স (গুলজার) উচ্চ মানের। কোরিওগ্রাফি (সুদেশ অধনা) ঠিকঠাক আছে। আবহ সঙ্গীত (বিশাল ভার্দোয়াজ) অসাধারন। পংকজ কুমারের ক্যামেরার কাজ স্ট্যান্ডার্ড। কাশমীরের জায়গাগুলো দেখে প্রশান্তি লাগে। রবি কুমারের একশন ভালোই আছে, তবে মহিলা দর্শকরা খুব একটা পছন্দ করবেন না। আরিফ শেখের এডিটিং সুন্দর। Plus :- চিত্রনাট্যের ধীরগতি, অসম্পূর্ণ ফিনিশিং, অসমাধিত প্রশ্ন, গান (mass দর্শকদের জন্য) Minus :- শর্টকাট চিত্রনাট্য, অভিনয়, গল্প (class দর্শকদের জন্য) Verdict : সব শেষে হায়দার একটি ছবি, যা বড় শহর ও যারা বাস্তবভিত্তিক ছবি দেখতে পছন্দ করে তাদের জন্যই কেবল উপভোগ্য হবে। ছবিটি ক্রিটিক্সদের প্রশংসা কুড়ালেও এবং অসাধারন রেটিং পেলেও ব্যাবসায়িক ক্ষেত্রে এটি খুব একটা পার পেলেও অসাধারন পার পাবে না। এভারেজ। রেটিং ২.৫/৫
Posted on: Sat, 04 Oct 2014 09:39:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015