For any details... Accounting Department NU 2014-15 (H) - TopicsExpress



          

For any details... Accounting Department NU 2014-15 (H) আবেদনের পূর্নাঙ্গ নির্দেশিকা : # ক্রমিক_সময়াবলী ....( # Edited_Post ) 1)আবেদন শুরুঃ 30 অক্টোবর। 2)আবেদন শেষঃ 24 নভেম্বর 3)কলেজে জমাদানের শেষ সীমা 25/11/14 4)কলেজ কর্তৃপক্ষে শেষ সময় 26/11/14 5)Confarmation SMS পাওয়ার শেষ সময় 26/11/14 6)ভর্তি পরীক্ষাঃ 19 ডিসেম্বরl # অনলাইনে_আবেদন_ফরম_পূরণে_যা_যা_করনীয় … 7) nu.edu.bd/admition এ Log in করে ফরম পূরন করতে হবে৷ 8) (120*150)pixel , 50 kb রঙ্গিন ছবি Upload করতে হবে৷ 9) ফরমটি A4 এ Size এ ড়উনলোড় করে (12,13 ও 14) ন; Document সহ কলেজে জমা দিতে হবে৷ 10) আবেদন ফরমের তোমার স্বাক্ষর দিতে হবে৷ 11) # ফরম_পূরনে_ভুল_ছিল ?? যারা কলেজ চয়েস করতে ভুল করেছেন , Mobile Number বা বিষয় সঠিকভাবে দিতে পারেননি তাদের জন্য বলছি। আপনারা যদি কলেজে ফরম জমা না দেন তবে Applicant Login এ গিয়ে রোল এবং পিন দিয়ে লগ ইন করে Cancle Application একটি অপশন আছে সেইটাতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি SMS যাবে, SMS এ প্রাপ্ত সংখ্যা দিয়ে সাবমিট দিলেই ফরম বাতিল হয়ে যাবে এবং পুনরায় তা ফিলআপ করতে পারবেন নতুন করে। সর্তকতাঃ এই সুবিধাটি আপনি শুধুমাত্র ১ বার ব্যবহার করতে পারবেন যদি কলেজে ফরম জমা না দিয়ে থাকেন। পিন এবং রোল নম্বর খুজে বের করতে Applicant Login এ গিয়ে Forget Pin & Roll নম্বর এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে আপনি পুনরায় তা পেয়ে যাবেন। # আবেদনের_সাথে_যা_যা_কাগজপত্র_জম া_দিতে_হবেঃ 12) এস.এস.সি ও এইচ.এস.সির মার্কশীটের সত্যায়িত ফটোকপি 13) এস.এস.সি ও এইচ.এস.সির রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি। 14) আবেদন জমা কালে 300 টাকাl 15) # ড়ুকোমেন্ট_হারিয়ে_গেছে ??... (১) থানায় জিড়ি করবেl (২) প্রত্রিকায় দিবে৷ (৩) প্রত্রিকাংশ কলেজে জমা দিবে৷ (8) পরব্রতিতে বোর্ড় থেকে উঠিয়ে পুনরায় কলেজে জমা দিতে হবে৷ 16) # আবেদনের_নিশ্য়তা_বুঝতে কলেজ কর্তৃপক্ষ কে কিছু কাজ করতে হয়। অনলাইন এ জাবি কে পরীক্ষার্থীর আবেদন নিশ্চিত করতে হয়। এবং তা নিশ্চিত করার পর সাথে সাথে জাবি থেকে পরীক্ষার্থীকে SMS পাঠানো হয় । 17) # Congermation_SM S_এখনো_আসেনি ??? কলেজগুলো একটা একটা ফরম পেলেই কাজ শেষ করে না। ২ থেকে ৩ দিনের অনেক গুলো জমা পরার পরই তারা এক সাথে সবগুলোর কাজ শেষ করে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে দুশ্চিন্তা না করে ২ -৩ দিন অপেক্ষা করুন। এর মধ্যে SMS না পেলে কলেজ এ গিয়ে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন। জানুন আপনার আবেদন জাবি কে তারা পাঠিয়েছে কিনা। # আবেদনের_যোগ্যতা 18) আবেদন করার জন্য নূন্যতম জিপিএ উভয় পরীক্ষায় 4:00 থাকতে হবে, তবে কোন পরীক্ষায় 2:00 এর কম নয়। 19) আবেদনকারীরর বয়স 31/12/14 এ 22 এর অধীক হবে না। # Admition_Qualificitions ..... 20) ভর্তি ইচ্ছুক বিষয়ে বা স;শ্লিষ্ট যে কোন 1 টি বিষয়ে নূন্যতম 3•00 থাকতে হবে৷ 21) Great Point (HSC 2:00 &SSC 2:00) 22) # পাসের_সাল : (a)SSC: 2010/2011/2012 & (b)HSC: 2013 / 2014. Group এ থাকতে হলে Copy থেকে সাবধান by@.....…....……Admin # Admit_Card ড়াউনলোড়কৃত যে ফরম টি কলেজে জমা দেয়া হয়েছিল তার একটি অ;শ principle এর সাক্ষরসহ কলেজ ফেরত দিবে৷ এটিই হবে তোমার Admit card For details... Accounting Department
Posted on: Sat, 22 Nov 2014 18:17:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015