Grameenphon free internet without software ফ্রি - TopicsExpress



          

Grameenphon free internet without software ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন পিসিতে ব্রাউজ করুন যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে । এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন FREE net 1 এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন । FREE NET 2 প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন । free net 3 এবার ফায়ারফক্সে Tools মেনু থেকে options এ যান । fire fox 3 এবার Advanced > Network>Settings ক্লিক করুন । fire fox 4 Manual Proxy Configuaration মার্ক করে আইপি দিন 10.128.001.002 পোর্টে 8080 বসিয়ে Use This Proxy Server For All Protocol এ টিক দিয়ে Ok করে বের হয়ে আসুন । fire fox 5 এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন । free net6 এবার ব্রাউজ করার পালা মনে রাখবেন ওয়েবের ঠিকানা দেয়ার আগে https:// ব্যবহার করবেন যেমন https:// bdsolve.blogspot এভাবে যেতে হবে । মনে রাখবেন দিয়ে এই পদ্ধতি কাজ করবে না , https:// সাইটগুলো যেমন : ফেসবুক, গুগল , ইউটিউব সহ অসংখ্য সাইটে https:// পদ্ধতি কাজ করবে । কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।
Posted on: Tue, 25 Jun 2013 05:44:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015