Here is our latest track ভালোবাসা বাকি. - TopicsExpress



          

Here is our latest track ভালোবাসা বাকি. Worked on a soft romantic love song after a long time. Hopefully you all shall have a listen and share with your loved ones. Find the lyric below... কিছুক্ষন থেকে যাও, যেও না এখনি, তোমাকে দুচোখ ভোরে, দেখার আরো যে বাকি... কাছে এসে, জোরিয়ে ধরা বাকি, ভালোবাসি, তোমাকে বলা বাকি, যত ব্যথা তোমার নিজের করা বাকি, এ জীবন তোমার নামে করা বাকি... যখনি তুমি কাছে , সময় কাটে হেসে , লাগে জানালা তুমি, বদ্ধ এই মনে বিষণ্ণতা কেটে যায়, তোমারি ছোঁয়ায় , সে ছোঁয়া আমার আরও চাওয়া বাকি, একি সাথে ,সকাল দেখা বাকি, সাগর তরে মিলে ভেজা বাকি, যত কথা তোমার বলার শুনা বাকি, এ জীবন তোমার নামে করা বাকি,... রাঙ্গালে তুমি আবার, ভালবাসায়, মৃত প্রায় হৃদয়টাকে, দেখালে স্বপ্ন সেসব, হয়নি সাহ্‌স কখনো দেখার আগে... ছড়িয়ে দিলে আলো, ছিল আধারে যত, তুমি এসে, তুমি হেসে পেয়ে তোমাকে এত, অপেক্ষা শেষে বলো, চোখের আড়াল করি কি করে? এখনোত, হাতে ধরা বাকি, চোখে চোখে, কথা বোঝা বাকি, একি সাথে বিকেল হাটা বাকি, এ জীবন তোমার....এ জীবন তোমার......এ জীবন তোমার নামে করা বাকি...
Posted on: Tue, 20 Jan 2015 08:58:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015