Hike, Viber, Whats app অথবা Facebook. - TopicsExpress



          

Hike, Viber, Whats app অথবা Facebook. নিশ্চয়ই প্রায় সকলেরই একাউন্ট আছে, এসবের যেকোনো একটায়, দুটোয় বা সবটায়। এপস গুলোর একটা বিভ্রান্তিকর এবং মজার জিনিস কি বলতে পারেন? Answer: Last seen এই Last seen ব্যাপারটা কেমন যেনো। দেখা যাচ্ছে আমি একটিভ আছি। কিন্তু ইচ্ছে করেই অফলাইন করে রাখলাম বা ইগনোর করে গেলাম। অথচ Last seen বা Last Active এ শো করছে আমি দুইদিন আগে বা দুইঘন্টা আগে একটিভ ছিলাম। অপরপাশে অন্যজন হয়ত ভাবছে অথবা অপেক্ষা করছে, আমি কখন আসবো, কথা বলবো বা কোনো সমস্যা হলো না তো। একরকম মাইন্ড গেম। কেও কাওকে টেনশনে ফেলে পৈচাশিক আনন্দ নেয়, আর কেও কেও মায়াটা আরো বাড়িয়ে দেয়। উদাহরণস্বরুপ আমারক্ষেত্রে যা হয় : Last seen ছিলো ধরা যাক ৪০ মিনিট আগে, এরপর একটা ম্যাসেজ দিলাম, সাথে সাথেই Online এরপর Typing.. যাক ইগনোর হই নি কখনোই। সত্যিই মায়াটা বাড়তে থাকে। চারবছর ধরে বাড়তেই আছে। ^_^ ♥
Posted on: Fri, 28 Nov 2014 13:05:00 +0000

Trending Topics



fi-la-shifa-topic-10153462110340705">Allahuma rabbi-nas adhhabal basa, ashfi wa entashafi, la shifa
HOME 2 HOME, Quality professional cleaning and toiletry products

Recently Viewed Topics




© 2015