I just hate superstitions.i dont believe in conservativeness - TopicsExpress



          

I just hate superstitions.i dont believe in conservativeness . আজ সূর্য গ্রহন । এবং এই সূর্য গ্রহনের পেছনে একটা পরিস্কার scientific ব্যাখ্যা আছে । কিন্তু বেশীর ভাগ মানুষই এই ব্যাপারে অসচেতন হওয়ার কারনে তারা কুসংস্কারাচ্ছন্ন । তারা পুরাতন conventional ধারনায় বিশ্বাসী । অনেকের ধারনা সূর্য গ্রহনের সময় টাতে বিভিন্ন বিধি নিষেধ আছে ।যেমন খাবার গ্রহন করা নিষেধ । এরকম আর ও অনেক বিধি নিষেধ আছে । আসলে এই বিষয় টা যদি scientific ভাবে analysis করা যায় তাহলে এই conventional ধারনাগুলো পুরোটায় হাস্যকর মনে হবে। হয়তবা কোন এক সময় এই ধারনাটার উত্পত্তি হয়েছিল মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী মানুষের দ্বারা ।হয়তবা কোন একটা উদ্দেশ্যে তাদের নিজের স্বার্থ পূরনের জন্য তারা এটার সৃষ্টি করেছিল । কিন্তু কালের বিবর্তনে সেগুলো এখনো চলে আসছে । মানুষ এই সূর্যগ্রহন কে Religious ভাবে treat করে । তাদের ধারনা ধর্মীয় কোন একটা কারন এর ভিতর নীহিত । তারা এই সূর্যগ্রহন কে একটা obsession হিসেবে নেয় । কারন Most of the people are GOD fearing , they are not GOD loving people আর তাছাড়া কিছু meaningless বই ,পজ্ঞিকা মানুষের মনে আর ও শঙ্কা তৈরী করে এবং এই ধরনের কুসংস্কার কে মানুষের মাঝে আর ও ব্যাপক ভাবে ছড়িয়ে দেয় এবং মানুষকে supersticious করে তোলে ।আসলে এই বই গুলো মুদ্রন করা হয় সাধারন মানুষকে ধোঁকা দিয়ে অর্থ উপার্জনের জন্য । এই বই গুলো বের করার পেছনে ধর্মীয় কোন কারন কাজ করেনা এটার উদ্দেশ্য পুরোটায় commercial . English Essayist Francis Bacon একটা কথা বলেছেন যে , Read not to contradict and confute ,nor to believe and take for granted . তিনি বোঝাতে চেয়েছেন যে , আমরা যা পড়ব তার সবই যে বিশ্বাস করতে হবে সেটার প্রয়োজন নেই । কারন যা পড়ছি তার সবই যে সত্য হবে তার কোন প্রমান নেই । তাই ঐ সব বইগুলোতে যা লেখা আছে তার সবই যে সত্য হবে এটা ঠিক নয় । এই একবিংশ শতাব্দীতে এসে ও যদি আমরা এসব conventional ধারনা বিশ্বাস করি তাহলে আমাদের সমাজের উন্নতি হবে কীভাবে । এরকম হাজারো কুসংস্কার আমাদের মাঝে ছড়িয়ে আছে । এগুলো কে সমূলে বিনাশ না করলে আমাদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আসবে না । যারা conservative mind এর তাদের জন্য এই পোষ্ট টা লেখা । এই লেখাটা পড়ে একজন মানুষ ও যদি তার চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে পারে তাহলে এই পোষ্ট লেখাটা সার্থক হবে ।
Posted on: Wed, 08 Oct 2014 09:26:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015