I was invited and hence witnessed the ‘Medal Parade’ of - TopicsExpress



          

I was invited and hence witnessed the ‘Medal Parade’ of Bangladesh Engineer Contingent in UNMISS, today. Ms. Ellen Margrethe Løj, Special Representative of the Secretary-General and Head of the United Nations Mission in the Republic of South Sudan (UNMISS) was the Chief Guest in the occasion. “As the rest of the world struggle with economic crisis you keep growing in fact, it is no exaggeration to say Bangladesh become model for the world, you are vanguard in lifting people from poverty, pioneering achievement in women and children health’’ --Ban Ki Moon আজ দুপুরে জাতিসংঘের দক্ষিণ সুদান (জুবা) মিশনে বাংলাদেশ প্রকৌশল কন্টিনজেন্ট এর আমন্ত্রনে মেডেল প্যারেড দেখতে গিয়েছিলাম। সউভাগ্য যে, জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত সদশ্যে সংখ্যায় আজকে, বাংলাদেশ সবচেয়ে বেশী (পরিবর্তন হয় বিভিন্ন সময়ে)। উল্লেখ করলেন প্রধান অতিথি। ভালো লাগলো আমাদের দেশের শান্তি রক্ষিদের মেডেল পড়িয়ে দিলেন, এই দেশে তাঁদের কাজের এর মুলায়ন ও বিশ্বে যে আমরা মান উজ্জ্বল করেছি তা স্বীকার করলেন, জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে। শেষের ছোট্ট নাটিকাতে বাংলাদেশের অভ্যুদয় দেখানো হয়েছে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ পরজ্যন্ত। সবাই দেখল, জাপান, ইথিওপিয়া, ইন্ডিয়া, রুয়ান্দা, নেপাল সহ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও অতিথি। সুধুমাত্র এই দেশের পাসপোর্ট ধারি নাগরিক হিসেবে বুক তা বেশ উচু হল। একদিন না হয় নাই ভাবলাম, দেশের নষ্ট রাজনীতি জীবী দের ও দুর্নীতিবাজ দের কথা।
Posted on: Mon, 26 Jan 2015 20:17:31 +0000

Trending Topics



v class="sttext" style="margin-left:0px; min-height:30px;"> 2010 Delas Freres Les Bessards Hermitage 團購 100 points

Recently Viewed Topics




© 2015