IIIIIIIIIII এগিয়ে যাচ্ছে - TopicsExpress



          

IIIIIIIIIII এগিয়ে যাচ্ছে ‘আগামীর কৃষক, ই-কৃষক’ ক্যাম্পেইন IIIIIIIIII ই-কৃষক কি ? ই-কৃষক কৃষি সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের জন্য BIID এর একটি উদ্যোগ হলো ই-কৃষক। ই-কৃষক এমন একটি তথ্য প্রযুক্তি নির্ভর সেবা যার মাধ্যমে দেশব্যাপী কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন তথ্য প্রযুক্তি যেমন মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে স্থানীয় তথ্য কেন্দ্র দ্বারা এই সেবা কৃষকের কাছে পৌছে দেয়া হয়। কৃষকরা সরাসরিও এই সেবা গ্রহন করতে পারে। কৃষি উপকরন বিক্রেতার দোকান হতেও এই সেবা পাওয়া যায়। যে সকল কৃষক এই কৃষি তথ্য ও পরামর্শ কৃষি কাজে প্রয়োগ করে, আধুনিক তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহন করে কৃষি কাজে উপকৃত হচ্ছেন তাদেরকেই বলা হয় ই-কৃষক। কাদের জন্য এই সেবা? ই-কৃষক তথ্য ও পরামর্শ সেবা মূলত দেয়া হয় কৃষকদেরকে। এছাড়া কৃষি সম্প্রসারণ (সরকারী, এনজিও, বেসরকারী) এবং কৃষি বিষয়ক ব্যাবসার সাথে সংশ্লিষ্ট সকলে ই-কৃষক সেবা গ্রহণ করতে পারেন। কৃষি বিষয়ক সকল সমস্যা সমাধানের আধুনিক প্রযুক্তি ভিত্তিক তথ্য ও পরামর্শ সেবা দেয়া হয় ই-কৃষকের মাধ্যমে।সঠিক সময়ে সঠিক তথ্য এবং পরামর্শ প্রদানের পাশাপাশি কৃষকরা যাতে সঠিক মূল্যে পণ্য বিক্রয় করতে পারে, এ লক্ষ্যে বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ভিত্তিতে ই-কৃষক সেবা পরিচালিত হচ্ছে। কিভাবে পাওয়া যাবে এই সেবা? কৃষকগন তাদের যে কোন কৃষি সংক্রান্ত সমস্যা নিয়ে স্থানীয় বাতিঘর তথ্য কেন্দ্রে গেলে অতি সহজে তারা ই-কৃষক সেবা আওতাধীন কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ গ্রহন করতে পারেন। স্থানীয় পর্যায়ে কৃষকদেরকে এই সেবা প্রদানে কাজ করে থাকে স্থানীয় উদ্যোক্তা। এছাড়াও ১৬২৫০ এর ঝগঝ এর মাধ্যমেও এই সেবা পাওয়া যায়। ই-কৃষক সেবা সমূহ: 16250 র্ফামবুক মার্কেট লিংকেজ প্রোগ্রাম বতিঘর eXtension.org.bd ekrishok
Posted on: Fri, 28 Nov 2014 16:57:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015