IN THE NAME OF ALLAH , THE MOST GRACIOUS , THE MOST MERCIFUL , ALL - TopicsExpress



          

IN THE NAME OF ALLAH , THE MOST GRACIOUS , THE MOST MERCIFUL , ALL PRAISE AND THANKS ARE DUE TO ALLAH AND PEACE AND BLESSINGS BE UPON HIS MESSENGER MUHAMMAD AND UPON THE PRECEDING PROPHETS , AMMABAD- ALL FACEBOOK USER BROTHER AND SISTER -ASSLAMU ALAIKUM WARAH MATULLAH . একটি কারণে জামায়াত শিবিরকে এতো বেশি ভালবাসি। এরা মিছিলে আল্লাহু আকবার বললে পুলিশ সামনে থেকে গুলি করে বুকটা ঝাজরা করে দেয়। লাশটা হেসে থাকে, মনে হয় এই ঘুমন্ত জাতীকে কিছু বলতে চায়। শহীদ হলো চট্টগ্রামে কিন্তু কাদতেঁছে ঢাকার মানুষ গুলো, জিঞ্জেস করলাম, তোমাদের কি হলো তোমাদের সাথে তো রক্তের কানেকশন নেই? তোমাদের বুকে ব্যথা কেনো? ওরা বলে, আমরা ঈমানের কানেকশনে আবদ্ধ। হেরে গেলাম ওদের সাথে, দেখলাম ফাঁসির রশি, আমরা পিছনে, কিন্তু ওরা গতি বাড়িয়ে দিলো, পারলাম না তাদের সাথে। নিয়ে গেলাম ১৪ শিকের ভিতরে। একি দেখলাম? অভাক হলাম? এরাই জেলখানার ঈমামতির দায়িত্বে। এবারও হেরে গেলাম। বললাম, ফিরে এসো না হয় গলায় রশি, কিন্তু ওরা বলে, জীবন নাও, কিন্তু ঈমান নয়, নবুয়তের দরজা বন্ধ, শাহাদাতের দরজা খোলা, আমাকে শহীদ করে দাও, যাতে সেই মিছিলে শামিল হতে পারি, কিছুই বুঝলাম না, অভাব হলাম, নত হয়ে প্রশ্ন করলাম, সেই মিছিল কোন মিছিল? ওরা বললো, যে মিছিলের নেতা আমীর হামজা। খোবায়েব খাব্বাব, খোদার কাছে যারা অধিক প্রিয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও।
Posted on: Sat, 22 Nov 2014 05:50:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015