IQ test: একটি মেয়ে দোকানে - TopicsExpress



          

IQ test: একটি মেয়ে দোকানে গিয়ে ২০০ টাকার জিনিস কিনে দোকানদারকে ১০০০ টাকার একটি নোট দিল। দোকানদরের কাছে কোন ভাংতি ছিল না তাই সে পাশের দোকানদারের কাছ থেকে ১০০০ টাকার ভাংতি এনে মেয়েটিকে ৮০০ টাকা ফেরত দিল। মেয়েটি চলে যাওয়ার কিছুখন পর পাশের দোকানদার দেখল যে টাকাটা জাল তাই সে প্রথম দোকান দারকে ১০০০ টাকার জাল নোট ফেরত দিয়ে আসল ১০০০ টাকা নিয়ে গেল। এখন আপনাদের বলতে হবে প্রথম দোকান্ দারের কত টাকা ক্ষতি হল? a. ১০০০ b. ২০০০ c. ১৮০০ d. ২২০০
Posted on: Thu, 14 Aug 2014 08:12:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015