IUT দিয়ে দুধ ভাত হয়ে ফিরে মন - TopicsExpress



          

IUT দিয়ে দুধ ভাত হয়ে ফিরে মন টা অনেক খারাপ ছিল।প্যাড কলম কিছুই বাসায় আনি নি। কই কই জানি হারায় গেসে।অনেকেই অনেক রকম কথা বলছে সামনে পিছনে। কিন্তু আজ মন টা অনেক ভাল। সেই SSC result এর পর এত খুশি এত বছর পরে লাগল। Achievement টা অনেক ছোট হলেও আমার কাছে অনেক বড় কিছু।
Posted on: Sun, 19 Oct 2014 17:47:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015