IX & X Geography & Environment Studies Update: GEE Bangladesh, 02 - TopicsExpress



          

IX & X Geography & Environment Studies Update: GEE Bangladesh, 02 December 2014 Read our Educational Daily geebd নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা ভূগোল ও পরিবেশ ১১০. কোনটি পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সব সময় একই দিকে প্রবাহিত হয়? - নিয়ত বায়ু। ১১১. প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো কোন বায়ু প্রবাহের দিক অনুসরণ করত? - অয়ন বায়ু বা বাণিজ্য বায়ুর। ১১২. উত্তর গোলার্ধে অয়ন বায়ুকে কী বলে? - উত্তর-পূর্ব অয়ন বায়ু। ১১৩. উত্তর অয়ন বায়ু ঘণ্টায় প্রায় কত কিমি. বেগে প্রবাহিত হয়? - ১৬ কিমি.। ১১৪. কোন বায়ু ঘণ্টায় প্রায় ২২.৫৪ কিমি. বেগে প্রবাহিত হয়? - দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু। ১১৫. নিরক্ষরেখার উভয় দিকে উত্তর-দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত একটি শান্ত বলয়ের সৃষ্টি হয়? - ৫° অক্ষাংশ। ১১৬. নিরক্ষরেখার উভয় দিকে যে শান্ত বলয়ের সৃষ্টি হয় তার নাম কী? - নিরক্ষীয় শান্ত বলয়। ১১৭. পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি কোথায়? - ৪০° থেকে ৪৭° দক্ষিণে। ১১৮. ৪০° থেকে ৪৭° দক্ষিণ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগকে কী বলে? - গর্জশীল চল্লিশ। ১১৯. ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে কয়টি শান্ত বলয়ের সৃষ্টি হয়? -দুটি। ১২০. ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটি কত ডিগ্রি অক্ষংশে অবস্থিত? - ৩০হ্ন থেকে ৩৫°উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। ১২১. আটলান্টিক মহাসাগরের কোন বলস্কে অশ্ব অক্ষাংশ বলে? - ক্রান্তীয় শান্ত বলয়কে। ১২২. মেরু অঞ্চলে মেরু বায়ু প্রবাহদ্বয়কে কী বলে? - সুমেরু ও কুমেরু বায়ু। ১২৩. জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হলে তাকে বলে- । - সুমুদ্র বায়ু। ১২৪. স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হলে তাকে কী বলে? - স্থলবায়ু। ১২৫ বাংলাদেশে নিয়মিত সামুদ্রিক ও স্থলবায়ু প্রবাহের কারণ কী? - বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান। ২২৬. স্থলবায়ু সাধারণত কখন প্রবাহিত হয়? - রাত্রিকালে। ২২৭. আরবি ভাষায় মওসুম শব্দের অর্থ কী? - ঋতু। ২২৮. ঋতু পরিবর্তনের সঙ্গে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে বলে- - মৌসুমি বায়ু। ২২৯. মৌসুমি বায়ু সৃষ্টি হওয়ার কারণ- - সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়ন। ১৩০. গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয় কোন গোলার্ধে? - উত্তর গোলার্ধে। ১৩১. কর্কটক্রান্তি অঞ্চলের অন্তর্গত এলাকা হল- । - দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৩২. গ্রীষ্মের মৌসুমি বায়ু সমুদ্রের ওপর দিয়ে আসে বলে এতে প্রচুর- - জলীয় বাষ্প থাকে। ১৩৩. গ্রীষ্মের মৌসুমি বায়ু কোন দুটি শাখায় বিভক্ত হয়? - আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয়। ১৩৪. স্থলভাগের ওপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে আসার কারণে কোন বায়ুটি শুষ্ক হয়ে থাকে? - উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। ১৩৫. উত্তর-পূর্ব মৌসুমি নিরক্ষরেখা অতিক্রম করে বাম দিকে বেঁকে যায় এটি কার সূত্র? - ফেরেলের। ১৩৬. ঋতুর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে যে বায়ু তাকে কী বলে। - ঋতু আশ্রয়ী বায়ু। ১৩৭. মৌসুমি বায়ু ছাড়া আর কোনটি ঋতু আশ্রয়ী বায়ু? - ভূ-মধ্যসাগরীয় বায়ু। ১৩৮. স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটি- । - স্থানীয় বায়ু। ১৩৯. ভারতীয় উপমাহাদেশের স্থানীয় বায়ু হল- । - লু (Loo)। ১৪০. রকি পর্বতের চিনুক কোনটির উদাহরণ? - স্থানীয় বায়ুর। ১৪১. আরব মালভূমির স্থানীয় বায়ুর নাম কী? - সাইমুম। ১৪২. খামাসিন কোন দেশের স্থানীয় বায়ু? - মিসরের। ১৪৩. জলবায়ুর শ্রেণিবিভাজন করেছেন কারা? - আলফ্রেড হেটনার, এমানুয়েল দ্য মার্তোন, ওয়ারেন থর্নথওয়েট। ১৪৪. সাধারণভাবে পৃথিবীর জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? - চারটি। ১৪৫. বর্তমানে পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম- - বিশ্ব উষ্ণয়ন (Global warming) ১৪৬. একশ বছর পূর্বের গড় তাপমাত্রার তুলনায় বর্তমানে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। - প্রায় ০.৬০ ডিগ্রি সেলসিয়াস। ১৪৭. বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী মতে, ২১ শতকের শেষে পৃথিবীর তাপমাত্রায় আরও কী পরিমাণ তাপ যুক্ত হতে পারে? - ২.৫° থেকে ৫.৫° সেলসিয়াস। ১৪৮. মেরু অঞ্চলের বরফ গলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণ হতে পারে কোনটি? - তাপমাত্রা বৃদ্ধি। ১৪৯. বিশ্ব উন্নয়নের কারণ হিসেবে দায়ী গ্যাসগুলো হল- - কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরেফ্লোরো কার্বন। সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
Posted on: Tue, 02 Dec 2014 10:31:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015