Jaglul Asad ভাই আমাকে বলেছিলেন, - TopicsExpress



          

Jaglul Asad ভাই আমাকে বলেছিলেন, একটা নজরুল সংকলনের জন্যে একটা লেখা দিতে। আমি নিজে থেকে প্রচুর লিখি, কিন্তু কেও লিখতে বললে আমার বিশাল আলস্য চেপে বসে। তাও অনেক চেজিং এর পরে লেখাটা পাঠানোর কিছু দিন পরে, জগ্লুল ভাই একটা বই পাঠালেন। হরগঙ্গা কলেজে উনার আর উনার কলিগদের উদ্যোগে করা। অনেক মোটা বই সুন্দর বাধাই। নজরুল সম্পর্কে যা যা জানতে চান পাবেন। চমৎকার বই। আমার লেখাটা ছিল, এই। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একসাইটিং ক্যারেক্টার। উনার লেখায় এমন কিছু বিপরিত্য আছে যা আমাদের এই বিংশ শতকে এসেও ঠাহর করা মুশকিল । যুগের থেকে প্রায় ৫০০ বছর আগানো ছিল এই মানুষটি। ফলে, আজকে উনার সময়ের ৭০/৮০ বছর পরে এসেও উনাকে যাচাই করতে গেলেও মাথা চুলকে বোকা বনতে হয়। এই সেই মানুষ যিনি শাম্যা সঙ্গীত লিখতেন, কৃষ্ণলীলা লিখতেন আবার উনার হাতেই এসেছে আমাদের নবী করিম সম্পর্কে সেরা সারা হামদ নাত কিংবা ইদ উৎসব নিয়ে –রমজান এর ওই রোজার শেষে এলো খুশির ইদের মত অবিনশ্বর জ্ঞান । আবার উনার কবিতা গানে উনি স্রষ্টাকে যেই সব প্রশ্ন করেছেন তাতে বোঝা যায় , উনি ধর্মের মুল নেরেটিভ টা বিনা বাক্য মেনে নেননি। কিন্তু উনার লেখার সব চেয়ে বড় সার্থকতা হল উনার লেখা বৃহত্তর বাংলা অঞ্ছলের মানুষকে এক করে। সেই অর্থে উনি ছিলেন প্রকৃত বাঙ্গালি। কারন, উনার লেখার এবং বিচরণের যে সময় কাল সেই সময়টা এই বাঙ্গালি জাতির জীবনে খুবি জটিল একটা সময় ছিল। পূর্ব বাংলার মুসল্মান কৃষক গোষ্ঠী এবং একটা ছোট এবং উঠতি মধ্যবিত্ত সমাজ তাদের ধর্মীয় চেতনাকে প্রাধান্য দিকে নিজের আইডেনটিটি খুজতেছিল। অন্য দিক থেকে, কলকাতা ভিত্তিক জমিদার সমাজ চেয়েছিল দুই বাংলা এক থাকুক, আবার পরবর্তীতে তারা সেইটা চায় নাই যখন দেখলেন, উনারা মুসলমান মেজরিটির দেশে শাসনের সুযোগ হারাবেন । ১৯০৫ সালে বঙ্গ ভঙ্গ রদ হওয়া থেকে ১৯৪৭ সালে ভারত বিভাগ হওয়া পর্যন্ত এই দন্দের মধ্যে দিয়েই বাঙ্গালি জাতি বিভক্ত হয়েছে। এই সময়ে অনেক রায়টের মধ্য দিয়ে হিন্দু মুসল্মান এর মধ্যেকার বিরোধ অনেক সামনে চলে আসে। দোষ খুজলে দেখা যাবে, হিন্দু মুসলমান কেউই কারো থেকে কম যায়নি – কিন্তু এই সময়ে একটা মানুষ যদি খুজেন যে নিজের স্পিরিট টাকে ধরে রেখেছিল এবং গ্রেট বাংলার অসাম্প্রদায়িক আইডেনটিটিটা সত্যিকার অর্থে নিজের মধ্যে ধারন করেছিল – উনি কাজি নজরুল ইসলাম। উনার লেখা তাই বলে। আজ তাই সাহিত্যিক কাজি নজরুল, গান এর নজরুল আর বিদ্রোহী কবি কাজি নজরুল এই পরিচয় গুলোর সাথে সাথে নজরুল এর আরও একটা বড় পরিচয় ছাপিয়ে উঠে তা হল – ইতিহাসের একটা ক্রান্তিলগ্নে মানবিক কাজি নজরুল। উনার এই পরিচয় আমার কাছে অন্য অনেক পরিচয় কে ছাপিয়ে যায়।
Posted on: Sun, 25 May 2014 07:00:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015