Jara uc te bangla porte chan যেকোনো একটি - TopicsExpress



          

Jara uc te bangla porte chan যেকোনো একটি বাংলা ফন্ট ডাউনলোড করুন। এবার পিসিতে ফন্টির চারটি কপি করে 1.S60SNR 2.S60SSB 3.S60TSB 4.S60ZDIGI এ চার নামে আলাদা চারটি ফন্ট হিসেবে সেভ করুন আপনার মোবাইলটিকে ডাটা কেবল দিয়ে পিসির সাথে যুক্ত করুন অথবা মেমরি কার্ড রিডারের মাধ্যমে মেমোরি কার্ডটি পিসিতে সংযুক্ত করুন। মেমরি কার্ডে আপনি resource নামের একটি ফোল্ডার পাবেন (হিডেনও থাকতে পারে),সেখানে Fonts নামের একটি ফোল্ডার তৈরি করুন। এই ফোল্ডারে ওই চারটি ফন্ট পেস্ট করুন। এবার মেমোরি কার্ডটি মোবাইলে লাগিয়ে অথবা ডাটা কেবল খুলে রি-স্টার্ট করুন। এখন আপনার ফন্টটি পরিবর্তন হয়ে গেছে, আপনি এখন আপনার মোবাইলে যে কোন বাংলা টেক্সট এবং বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েবসাইট Uc Browser দিয়ে দেখতে পাবেন। তবে ফন্ট একটু এলোমেলো হতে পারে! পছন্দ হলে শেয়ার বা লইক দিতে ভুলবেন না কিন্তু ।
Posted on: Tue, 25 Jun 2013 04:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015