Just দুইটা লাইন মনে - TopicsExpress



          

Just দুইটা লাইন মনে রাখো জীবনে আর কোনোদিন প্যাঁচ লাগবেনা ১.বেডা তো আসলে ইয়া বড় অধম ২.উনি তো আসলে ইয়া কম অধম বেডা=(বাম থেকে ডানে) উনি=(উপর থেকে নিচে ) তো=(তড়িত ঋণাত্মকতা ) আ-সলে=(আয়নীকরন শক্তি ) ইয়া=( ইলেক্ট্রন আসক্তি) অ-ধম=(অধাতব ধর্ম ) বড়=(বাড়ে) কম=(কমে) এইবার মিলিয়ে নাও-- পর্যায় সারণির--- ১. বাম থেকে ডানে তড়িত ঋণাত্মকতা , আয়নীকরন শক্তি , ইলেক্ট্রন আসক্তি , অধাতব ধর্ম বাড়ে ২.উপর থেকে নিচে তড়িত ঋণাত্মকতা , আয়নীকরন শক্তি ইলেক্ট্রন আসক্তি , অধাতব ধর্ম কমে (reposted) #লাবিদ
Posted on: Wed, 17 Sep 2014 10:13:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015