Khaled Saifullah ৫ই মে শাপলা - TopicsExpress



          

Khaled Saifullah ৫ই মে শাপলা চত্বরের গণহত্যার পর থেকে আমার এলাকার আওয়ামীলীগের নেতারা ইবাদত বন্দেগী খুব বাড়িয়ে দিয়েছেন।নামাজের পর আওয়াজ করে জিকির করে আর ডানে বামে তাকিয়ে দেখে সবাই উনাদের দেখছেন কিনা!ধার্মিক সাজার এ চেষ্টা দেখে আমার খুব হাসি পায়! হয়ত কেন্দ্রের নির্দেশেই আওয়ামীলীগকে ইসলামী দল হিসাবে প্রতিষ্টা করার ক্ষুদ্র প্রয়াস!!এদের চরিত্র অধ্যাপক গোলাম আযম খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।--- "ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে মোটামুটি দুই শ্রেণীতে বিভক্ত করা চলে। এক শ্রেণীকে ধূর্ত ও চালাক বলা চলে এবং আর এক শ্রেণীর উপযুক্ত পরিচয় দিতে গেলে ‘বেওকুফ’ বলাই সমীচীন । ধূর্ত ধর্মনিরপেক্ষতাবাদীদের পরিচয় অত্যন্ত স্পষ্ট । তারা ধর্মকে ব্যক্তিগত ব্যাপার বলে প্রচার করে বটে, কিন্তু তাদের অনেকেরই ব্যক্তি জীবনে ধর্মের কোন গন্ধ ও পাওয়া যায় না। তারা প্রকৃতপক্ষে ধর্মকে নিতান্তই অপ্রয়োজনীয় জিনিস বলে মনে করে , কিন্তু সামাজিক মর্যাদা, রাজনৈতিক সুবিধা ও অন্যান্য পার্থিব প্রয়োজনের তাকিদে ধর্মকে মৌখিক স্বীকৃতি দান করে । বেওকুফ ধর্মনিরপেক্ষতাবাদীরা নিতান্তই করুণার পাত্র। তারা নামায, রোযা, কুরআন তিলাওয়াত, তাসবিহ যিকর ইত্যাদি অত্যন্ত নিষ্ঠার সাথে আদায় করে, কিন্তু সামাজিক , রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে ইসলামী বিধানকে মেনে চলার কোন তাকিদই অনুভব করে না।" humayer zidan
Posted on: Fri, 21 Jun 2013 09:18:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015