Kisspedia : Kiss নিয়ে ১০টি মজার - TopicsExpress



          

Kisspedia : Kiss নিয়ে ১০টি মজার তথ্য ১। ফেব্রুয়ারী ৫ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস! ২। সাধারন চুমুতেপ্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীরভাবে চুমুতে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন! ৩। চুমু সম্বন্ধে যে বিদ্যা তার নাম Philematology! ৪। প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে এক ধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে! ৫। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টা ইনস ডে তে। এই যুগলের পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো। ৬। সিনেমাতে সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচ সেকেন্ড্ । সিনেমার নাম “You’re in the Army Now” (১৯৪১ সালের)। ৭। মূল ধারার এক সিনেমাতে সবচেয়ে বেশী চুমুর রেকর্ড ১২৭ বার DonJuan (১৯২৭ সালের) সিনেমাতে! ৮। আমরা যেটাকে ফ্রেঞ্চ কিস হিসেবে জানি ফ্রান্স এতার নাম Embrasser Avec la Langue! ৯। সকল পুরুষদের কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষনীয় ঠোটের মালকিন কে? জরিপ অনুযায়ী Angelina Joli (এনজেলিনা জোলি)! ১০। চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematophobiaরোগ হয়েছে! ভাল লাগার পরও লাইক না দেওয়া কিপ্টামি বৈ আর কিছু না! #weird_beautiful
Posted on: Sat, 20 Jul 2013 16:16:59 +0000

Trending Topics



ss.com/JAVIER-PÉREZ-has-a-knack-for-creating-delightfully-whimsical-topic-10152457887140172">JAVIER PÉREZ has a knack for creating delightfully whimsical
All perfumes sold out! 1size 5 grey tall uggs left £45 1size
MY GOD GIVEN DADDY WILL BE TURNING 82YO TUESDAY AND IAN NEVER SEEN

Recently Viewed Topics




© 2015