Law of Bangladesh- collected by: MARUF - TopicsExpress



          

Law of Bangladesh- collected by: MARUF বাংলাদেশের আইন আপনাকে যদি কেউ মোবাইলে বিরক্ত করে তাহলে অপনি তার বিরুদ্ধে চাইলে আইনি ভাবে একশন নিতে পারেন। এই জন্য আপনাকে BTRC তে ফোন করে কমপ্লেইন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে তারা একশন নিবে এবং ৩ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। যোগাযোগ ঠিকানা:- Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) Phone (PABX): + 880 29611111 Email: [email protected] অন্য দিকে বাংলাদেশের প্রচলিত আইন কি বলে এই ব্যপারে? টেলিযোগাযোগ আইনের ৭০ ধারায় বলা হয়েছে, বার বার টেলিফোন করে কাউকে বিরক্ত করা বা অসুবিধার সৃষ্টি করাও শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে অপরাধীকে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড দেওয়ারও বিধান করা হয়েছে। বিঃদ্রঃঅনেকের এই সম্পর্কে ধারণা নেই যার কারণে মুখবুঝে সহ করতে হচ্ছে অনেক মানসিক,সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত নানান অশান্তি। তাই যেই পোষ্টটা পড়বেন কষ্ট করে শেয়ার করে অন্য ভাই- বোনদেরকে জানার সুযোগ করে দিবেন প্লিজ।
Posted on: Tue, 13 Jan 2015 06:13:00 +0000

Trending Topics



.

Recently Viewed Topics




© 2015